আমাদের কথা খুঁজে নিন

   

কনফিউজড কবিতাঃ তোমায় দেখে !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! তোমায় দেখে মাতাল হাওয়া দোল দিয়ে যায় মনে, তোমায় দেখে পানকৌড়ি উড়ে আপন মনে ! তোমায় দেখে শুকনো নদী ভরপরে যায় যৌবনে, তোমায় দেখে মৌমাছিরা মৌ ভরে দেয় মৌবনে । তোমায় দেখে কোকিল ডাকে উচ্চ সুরে সুরতুলি, তোমায় দেখে নাচে দোয়েল, ফিঙে, শালিক, বুলবুলি ! তোমায় দেখে লিখলো কবি, সৃষ্টি সুখের উল্লাসে, তোমায় দেখে থমকে দাড়ায়, হোক পুরোহিত মোল্লা সে ! তোমায় দেখে বন্ধ সে হয় ধ্বংশ লীলা মাস্তানী, তোমায় দেখে রাজ্য হারা রাজা ভুলে কপাল ভাঙ্গা পাস্তানী ! তোমায় দেখে রাখাল ছেলে ধেনুর পিঠে অবাক হয়, তোমায় দেখে জনম বোবা দৈব গুনে সবাক হয় ! তোমায় দেখে আগুন ঝরে পলাশ শিমুল কৃজ্ঞচুড়ায়, তোমায় দেখে শরতের মেঘ শুভ্র সাদা ওড়না ওড়ায় ! তোমায় দেখে মহুর নাচে পেখম তুলে ঝুমঝুমিয়ে, তোমায় দেখে চৈত মাসেও বৃষ্টি নামে রুমঝুমিয়ে ! তোমায় দেখে মৌমাছিরা পাগল গানে গুঞ্জরনে, তোমায় দেখে কদম কেয়া ফুটছে কত কুঞ্জবনে ! তোমায় দেখে কাপুরুষও করত পারে বিশ্বজয়, তোমায় দেখে আমি কবি ভুলতে পারি মৃত ভয় ! এ কবিতা টি আমার লেখা নয় সম্ভত ! আবার আমার লেখাও হতে পারে ! কদিন থেকেই কেবল পুরানো বই পত্তর ডায়েরী ঘাটা ঘাটি করছি ! সেখানেই এই লেখাটা পেলাম ! আমার একটা ডায়েরীতে ! নিজেও লিখতে পারি আবার অন্য কারো লেখা ভাল লেগেছে বিধায় ডায়রীতে লিখে রাখতে পারি ! কিছু ঠিক করে মনে পড়ছে না ! তবে কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমিই লিখেছি ! আবার কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমি লিখি নাই ! কনফিউজড !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.