আমাদের কথা খুঁজে নিন

   

এই তাহলে হাল আমাদের সামু পরিবারের? হতাশ হলাম!

মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। মাস সাতেক আগে সামুতে রেজিস্ট্রেশন করার পর থেকে এই ব্লগ সাইটটি অনেকটা নেশার মত হয়ে গেছে। আগে যেখানে ফেসবুকে প্রচুর সময় কাটাতাম এখন সেই পুরো সময়টাই কাটাই সামুতে। এখানে একটি জিনিস আমি অনেক দিন ধরেই লক্ষ্য করে আসছি।

আজকাল অধিকাংশ পোস্টেই কোন মৌলিক লেখা থাকে না। হয়তো অন্য কারো লেখা ধার করা কিংবা কোন পত্রিকার কলামের হুবহু কপি-পেস্ট! ব্লগ জীবনের প্রথম থেকেই চেষ্টা করে এসেছি নিজের কিছু কথা সবার সাথে শেয়ার করতে। লেখার হাত যে খুব ভাল আমার তা নয় ঠিকই কিন্তু নিজের লেখনির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানোর একটা চেষ্টা সবসময় নিজের ভিতর ছিল। সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় নিজের পেশাগত জীবনে লাভ করা কিছু অভিজ্ঞতা থেকে একটি লেখা আমি পোষ্ট করেছিলাম আজ সকালের দিকে। আমার লেখাটির উদ্দেশ্য ছিল সবাই পড়ুক, কিছু ভুল ধারনার অবসান হোক।

কিন্তু আমার কপালই বোধহয় মন্দ। তা নাহলে চটি সাহিত্যের কাছে আমার লেখাটা কেন পরাজিত হবে? নীচে একটি লিংক দিলাম। তাতে ক্লিক করলে একটি ছবি দেখতে পাবেন। ছবিটি সামু থেকেই নেয়া একটি স্ক্রিন শট। লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক চার মিনিটের ব্যবধানে পোষ্ট করা দুটি লেখা।

একটি আমার আজকের লেখাটি, যেটা আমি প্রায় ঘণ্টা খানেক ধরে লিখেছি আর দুঘণ্টা ধরে ফটোশপে কিছু ছবি তৈরি করেছি, আর অন্য লেখাটি বাংলাদেশের অন্যতম চটি সংবাদপত্র মানবজমিনের একটি খবরের কপি-পেস্ট। ইউক্রেনের পতিতাদের নিয়ে একটি লেখা, লেখার শুরুতে অর্ধনগ্ন কিছু মানবীর ছবি। আমার সচেতনামূলক লেখাটি যেখানে মোট পড়া হয়েছে ১৫১ বার সেখানে ঠিক আমার সাথের লেখাটি একই সময়ের ভিতর পড়া হয়েছে ৪২৯ বার! আমিতো এতদিন জেনে এসেছি ব্লগ বিচরণকারী মানুষগুলো অনেক বেশি রুচিশীল, অনেক বেশি বিশুদ্ধমনা। "ওড়না পেজ" গুলোর যে জাতীয় যন্ত্রণায় ফেসবুক বলতে গেলে ছেড়েই দিয়েছি সেই যন্ত্রণা কি এখন সামুতেও সহ্য করতে হবে? সামু সমাজ সত্যিই হতাশ করল আজ। এরপর থেকে কষ্ট করে মাথা খাটিয়ে আর কোন লেখা মনে হয়না লিখতে ইচ্ছা করবে।

ছবিটি দেখতে এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।