আমাদের কথা খুঁজে নিন

   

বৃহস্পতিবার ব্যাংকক নেওয়া হচ্ছে ফারুককে

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ফারুককে উন্নত চিকিত্সার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে ১৪ জুন বৃহস্পতিবার। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সা নেবেন তিনি। এ প্রসঙ্গে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছেন, ‘১৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানে করে ব্যাংককে নেওয়া হবে ফারুককে। এরই মধ্যে বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফারুকের চিকিত্সার বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। ’ শ্বাসকষ্ট অনুভব করলে গত ৭ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় ফারুককে।

এ মুহূর্তে কিডনির সমস্যাটাই তাঁকে বেশি ভোগাচ্ছে। এ কারণে তাঁর ডায়ালাইসিস চলছে। অবশ্য তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন তিনি কেবিনে রয়েছেন। স্বাভাবিক খাবারও দেওয়া হচ্ছে তাঁকে।

ব্যাংকক যাওয়ার আগ পর্যন্ত তাঁর সব ধরনের চিকিত্সা অ্যাপোলো হাসপাতালেই চলবে। হাসপাতালে ভর্তি হওয়ার পর মে মাসের মাঝামাঝিতে ফারুককে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নিয়ে আসা হয়। কিন্তু গত ৩১ মে বৃহস্পতিবার হঠাত্ করেই এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। পরে কিছুটা সুস্থ হলে ৩ জুন রোববার তাঁকে আবারও কেবিনে নিয়ে আসা হয়। উল্লেখ্য, ফারুক সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদী হাসানাত ফিরোজের পরিচালনায় ‘ঘরের লক্ষ্মী’ ছবিতে।

এ ছাড়া দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফারুক অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘কৃষ্ণা’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’, ‘সূর্য সংগ্রাম’, ‘দোস্তি’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির পুতুল’, ‘পুনর্মিলন’, ‘জীবন সংসার’, ‘জীবন নিয়ে যুদ্ধ’ প্রভৃতি। ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে সেরা সহ-অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন গুণী এই অভিনেতা। এ ছাড়া বাচসাসসহ আরও বেশ কয়েকটি পুরস্কারও ঝুলিতে ভরেছেন মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পী। বর্তমান চলচ্চিত্রশিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন উৎস ঃ Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.