আমাদের কথা খুঁজে নিন

   

মাহবুবুল আলম হানিফের বাসায় ককটেলগুলো ফুটলো না কেন?

টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে। ১ টা না, ২টা না, তিনটা ককটেল ফেলা হয়েছে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের বাসায়। “শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে বোমা ককটেল ছোড়ার ঘটনা ঘটে। ককটেল ছোড়ায় মাহবুব-উল হানিফের বাসার জানালার কাচ ভেঙে গেছে।

তবে ককটেলগুলো বিস্ফোরিত হয়নি। ” ককটেলগুলো যথেষ্ট জোরে ছুড়ে মারা হয়েছে, না হলে জানালার গ্লাস ভাঙ্গতো না। কিন্তু একটা ককটেলও ফুটলো না। এর কারণ কি? ১। এগুলো ভুয়া ককটেল ছিলো? ২।

ব্যাপারটা লোক দেখানো হতে পারে? ৩। উনার বাসা ''বাড়ি বন্ধক'' তাবিজ দেওয়া আছে, তাই ককটেল ফুটে নাই। --------------------------------------------------------------------- বিঃদ্রঃ শুধুমাত্র কাপুরুষরাই চোরাগুপ্তা হামলা করে। এইসব হামলা কখনো কাম্য নয়। ''বাড়ি বন্ধক'' তাবিজ: নতুন বাড়ি যখন বানানো হয়, তখন হুজুরদের ডেকে এনে দোয়া দরুদ পড়ানো হয়।

বাড়ির উত্তর, দক্ষিণ, পূর্ব ,পশ্চিম, ঈশান কোন, উপরে, নিচে নানা স্হানে বিভিন্ন সাইজের লোহার পেরেক গাড়া হয়। সেই সাথে নানা দোয়া লিখা লেমিনেটিং করে ঝুলিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য, সকল প্রকার অনিষ্ট থেকে বাড়িকে রক্ষা করা। জ্বীনের বাতাস যাতে না লাগে সেই ব্যবস্হা করা। বিবাহযোগ্য কন্যা এবং নতুন বউ দের জ্বীনের আছর থেকে রক্ষা করা।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.