আমাদের কথা খুঁজে নিন

   

৩টি ক্লাসিক নাটক শেয়ার করলামঃ কূল নাই কিনার নাই (আফজাল, সুবর্ণা); তুমি তুমি তুমি (আফজাল, সুবর্ণা) এবং অন্য ভুবনের সে (মিসির আলীর নাটক)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে নাটক গুলা '৯০ এর দশকের বিটিভির নাটক। বিটিভির সে সময়কার সেট সম্পর্কে অনেকেরই হয়ত ধারণা নেই। তিনটি নাটকই প্রবল জনপ্রিয়। প্রথম দুটি আফজাল-সুবর্ণার জনপ্রিয় রোমান্টিক জুটির, তৃতীয়টি হুমায়ুন আহমেদের মিসির আলীর প্রথম নাটক। পুরনো নাটক এবং ইউটিউবের ভিডিও হওয়াতে কোয়ালিটি খুব আহামরি নয়।

কূল নাই কিনার নাই বিটিভির অন্যতম জনপ্রিয় হিট নাটক ছিলো। আফজাল, সুবর্ণা এবং আসাদুজ্জামন নূরের। আফজাল-সুবর্ণার মনের দেয়া নেয়া ছিলো। কিন্তু পারিবারিক ভাবে সুবর্ণার বিয়ে হয় আসাদুজ্জামানের সাথে। এ নিয়েই এই ট্রাজেডি টাইপ রোমান্টিক নাটক।

নাটকটি ৮টি খণ্ডেঃ http://youtu.be/B1uhX4COwWk http://youtu.be/NeapnPCaw8Q http://youtu.be/hKOHKKlb0uA http://youtu.be/mJHl7o_2SgI http://youtu.be/-AURsyx3NHk http://youtu.be/rdJs-KmvgJA http://youtu.be/1l-gLHlRM9o http://youtu.be/hcEOg7mt3Ls তুমি তুমি তুমি-সমসাময়কি নাটক। আফজাল, সুবর্ণা এবং সে সময়কার আরেক জনপ্রিয় অভিনেত্রী নূপুরের। সুবর্ণা এখানে বোবা একটি মেয়ের চরিত্র অভিনয় করে। দুই খন্ডে নাটকটির লিংক নীচেঃ http://youtu.be/TbOg3xVUrUI http://youtu.be/9J9CsD6T8HI অন্য ভূবনের কেউ হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীর প্রথম নাট্যরুপ। টাকলু আবুল হায়তকে মিসির আলীর চরিত্র দেখে অনেকেই হতাশ হলেও নাটকটি জনপ্রিয়তা প্রায়।

নাটকে আছে প্রয়াত বুলবুল আহমেদ ও সুবর্ণা। এর পরেও মিসির আলীর আর একটি নাটক হয়েছিলো কিছু দিন পর। বিপাশা ছিলো সে নাটকে। চার খন্ডে লিংকঃ http://youtu.be/MzPAArxnHJg http://youtu.be/uxo27vnAdlQ http://youtu.be/wt3HbXU4dj4 http://youtu.be/BSOo9--_Fzc ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।