আমাদের কথা খুঁজে নিন

   

একটি সায়েন্টিফিক জোক...(ফিজিক্সে আগ্রহ না থাকলে ফুডেন)

কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! একবার এক আঁতেল ছেলে তার পুচ্চি ভাতিজার সাথে ঢাকার রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। ছেলেটা ছিল পদার্থের ছাত্র। সে তার ভাতিজার দিকে তাকিয়ে বলছিল, "ব্ল্যাকহোল বুঝিস? একদিন সূর্যের সব আলো শেষ হয়ে যাবে, তার মধ্যে জন্ম নেবে প্রচণ্ড আকর্ষণী শক্তি, আশেপাশের সবকিছুকে প্রবল টানে শুষে নেবে সে অন্ধকার গহ্বরের মধ্যে...বুচ্ছিস?" ভাতিজা লবনচুষ খেতে খেতে বলল, "বুঝি নাই চাচ্চু।" ছেলেটা উদ্যম হারাল না। সে আবার শুরু করল, "একদিন সূর্যের সব আলো শেষ হয়ে যাবে, তার মধ্যে জন্ম নেবে প্রচণ্ড আকর্ষণী শক্তি, আশেপাশের সবকিছুকে প্রবল টানে শুষে নেবে সে অন্ধকার গহ্বরের মধ্যে...বুচ্ছিস?" ভাতিজা একমনে লবনচুষ খেতে খেতে বলল, "না চাচ্চু, বুঝি নাই।" ছেলেটি তবু ধৈর্য না হারিয়ে তৃতীয়বারের মত ভাতিজাকে ব্ল্যাকহোল সম্বন্ধে বুঝাতে সচেষ্ট হল। বুঝানোতে সে এতই মগ্ন ছিল যে নিজের চারপাশ সম্বন্ধে তার আর ধারণা ছিল না। ফলে যা হবার তা-ই হল। একটু পরেই ছেলেটা একটা খোলা ম্যানহোলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এবার ভাতিজা মুখ থেকে লবনচুষ ফেলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অন্ধকার ম্যানহোলের দিকে তাকিয়ে চাচ্চুর মত ভাব নিয়ে বলল, "এবার বুঝতে পেরেছি!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.