আমাদের কথা খুঁজে নিন

   

অতি চালাকরে গলায় দড়ি !!! ঈশপের গল্প হতে

এক গাধা আর এক শেয়াল একসঙ্গে বন্ধুর মত শিকারে বেরিয়েছে । কিছুদুর যাবার পর তাদের সামনে একটা সিংহ দখেতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা আত্নরহ্মার জন্য সিংহের কাছে এগিয়ে গিয়ে বল্লো; মহারাজ, আপনি যদি কথাদেন যে আমাকে ছেড়ে দেবেন তাহলে ঐ গাধাটাকে আপনার একেবারে হাতরে মুঠায় এনেদিতে পারি । সিংহ বল্লো; বেশ তাই হবে - আমি কথা দিচ্ছি । সিংহরে এই কথায় শয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে একটা ফাদের মধ্যে ফেল্লো । আর এদিকে সিংহ দেখলো গাধার আর পালাবার উপায় নাই তখন প্রথমে শেয়ালটাকেই শেষ করলো, এরপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে । উপদেশ : বন্ধুর সর্বনাশের চেষ্টা করতে গেলে অনেক সময় নিজের সর্বনাশই হয় ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।