আমাদের কথা খুঁজে নিন

   

এক সাগরের তীরে

আমি ও আমরা , রচেছি কত কিছু এই যে – এই এক সাগরের তীরে কেউ কি নেবে কিছু স্বাদ , ঘ্রান তার-যা হারিয়েছে ভাষাহীন চোখেদের ভিড়ে ? “বিদ্রোহী – গীতাঞ্জলি , নজরুল – রবি“-এরা আজ আলগোছে পড়ে রয় কোণে । এক সাগরের তীরে কত উপাদান – তার কয়জন কতটুকু শোনে ! এক সাগরের তীরে রঙের ছিটে কত ! বিচিত্র সুর – ঢঙ , ঢেউ শত শত । কেউ কি সাজিয়ে দেবে ক্ষয়ে আসা তার – দিশাহীন অগোছালো বুলি , পুরনো ছবির মাঝে ফ্যকাশে যে রঙ – আঁচড়াবে নতুন রঙের কোন তুলি ? হয়তো বসন্ত ছুঁয়ে গেছে স্পর্শে কিছুটা । নতুন কোকিল ডাকছেনা । ছোট্ট কুড়েতে শুধু বেড়ার ফোঁকরে ফ্যাশ খাওয়া - আলো আধারির লেনাদেনা । এত কথা-গান এক সাগরের তীরে , আমি ও আমরা গাই শোনে পাখি – বন্দী যে খাঁচার ভিতর । হয়তোবা বাধ্য হয়ে - সে ও গায় , সে ও বলে – “এক সাগরের তীরে কত সুর-স্বর “ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।