আমাদের কথা খুঁজে নিন

   

➤ ইংরেজী টু বাংলা ডিকশনারী ফায়ারফক্সের জন্য - এবার ঝামেলা ছাড়াই সহজে জানুন ইংরেজী শব্দের অর্থ ➤

!!!! যারা জানেন তারা তো জানেন ই । যারা জানেন না তাদের জন্যে এই পোস্ট। অনেকেরই অনেক সময় ফ্রীল্যান্সিং কাজ করতে গিয়ে বা ইংরেজি আর্টিকেল পড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখিন হতে হয় । অনেক ইংরেজি শব্দই হয়তবা অজানা থাকে । তাই শব্দের অর্থ খোঁজার জন্য ডিকশনারির দ্বারস্থ হতে হয় অথবা গুগোল ট্রান্সলেটর এ গিয়ে খুঁজতে হয় ।

কিন্তু এটা অনেকটাই ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ । তাই আপনি যদি ফারাফক্স ব্যবহার করেন তাহলে একটা ADD-ONS ব্যবহার করে সহজেই মুহূর্তের মধ্যে খুঁজে পেতে পারেন ইংরেজী শব্দের বাংলা অর্থ । তাহলে আর দেরী কেন ? এখনই আপনার ফায়াফক্স ব্রাউজারে ইনস্টল দিয়ে ফেলুন ADD-ONS টি । ADD-ONS টির নাম হচ্ছে English 2 Bangla Dictionary প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে এই লিংকে যান । ADD-ONS এর পেজটি ওপেন হলে Add to Firefox বাটনে ক্লিকান ।

তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে Install Now বাটনে ক্লিক করুন । ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনি যে শব্দের অর্থ জানতে চান সেটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন তারপর “Get Bangla Meaning” অপশনে ক্লিক করুন । এরপর আর কি ! নিজেই দেখুন ফায়ারফক্সের যাদু। নোট : মনে রাখবেন কোন শব্দ যদি পাস্ট ফর্ম বা অন্য কোন ফর্মে থাকে তাহলে এটা "Not Found" দেখাতে পারে... সেক্ষেত্রে শেষের "s","es","ed" ,"ing" ইত্যাদি বাদ দিয়ে চেষ্টা করবেন ।

ধন্যবাদ । ভাল থাকুন সবাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।