আমাদের কথা খুঁজে নিন

   

সুখ নাকি সম্পদ ??

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... মানুষের জীবনে সম্পদ ( টাকা পয়সা অর্ধ বিত্ত) সুখ শান্তি অপরিহার্য । একজন মানুষ এক জীবনে সব কিছুই পেতে চায়। কেউ পায় কেউ পায় না। আবার কেউ সম্পদ পেলে সুখ পায় না, আবার কেউ সুখ পেলে সম্পদ পায় না। আমার হাতে একটা অপশন আছে, তাই আপনাদের মতামত চাচ্ছি।

অপশন ১: এক বাবার এক মেয়ে। মেয়ের বাবার অনেক সম্পদ আছে। কিন্তু শর্ত হল মেয়েকে মেয়ের মন মত চলতে দিতে হবে। মেয়ে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা। বর্তমান আধুনিক সমাজ বলতে যা বুঝায় মেয়ে সেই সমাজেরই একজন।

এই খানে সম্পদ পাওয়া যাবে, কিন্তু সুখ পাওয়া যাবে না। যদিও সুখ পাওয়া যায় তা হবে কৃত্রিম। সুখ আমাকে খুঁজে বের করতে হবে অনেক কষ্টের মধ্য থেকে। সুখ পাওয়ার সম্ভাবনা বলতে পারেন প্রিসিমিস্টিক। অপশন ২: আমি আমার স্বাভাবিক জীবন যাপন করব।

বাবা মা যাকে পছন্দ করবে বা যদি আমার নিজের ও কাউকে পছন্দ হয় তাকে বিয়ে করব। হয়তবা সম্পদ পাওয়া যাবে না, কিন্তু সুখ শান্তি থাকবে। আমাদের মত করে সংসার সাজাব। এই সুখ হবে কৃত্রিমতা বর্জিত। কিন্তু সম্পদশালী হওয়ার সম্ভাবনা অপটিমিস্টিক।

আমার কাছে অপশন ২ ই ভাল লাগছে। আপনাদের কাছে কোন অপশনটা বেশী গ্রহনযোগ্য বলে মনে হয় ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।