আমাদের কথা খুঁজে নিন

   

আগুনঘর-১৪

আলম সিদ্দিকী পেটের ক্ষুধা পিঠে ঠেকে গেলে বসে থাকি তার পায়ের কাছে তিনি দয়াবান খেতে দেন পরতে দেন পায়ের কাছে বসতে দেন। তাই বসে থাকি তার পায়ের কাছে আকাশে বিস্তৃত হয়ে তিনি আলো ঝরান আলো হাতে খুঁজতে থাকি ,পথে অথবা পাথারেও থাকি, অরণ্যরাত অনন্যদিন খুঁজতে খুঁজতে দিক হারালে বিষন্ন বয়ার জলপথ কাঁদে জলযাপন তার বয়ে চলে নিরাভরণ পারের খোঁজে এপার ওপার সবপার মিলে পিঠ ও পেটের তফাৎ ঘোঁচে তবু থাকি তার পায়ের কাছে তবু থাকি তার নামের কাছে পেট ও পিঠের দূরত্বে বসে তিনি ভগবান দ্বন্দদিনের বিধান শোনান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।