আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হবে প্রথম দেখা?

বাংলাদেশ প্রথম পরিচয়ের সময়ই দেখা হওয়া ব্যক্তি সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়। তাই সে সময় মেনে চলা দরকার কিছু আচরণ যেকোনো মানুষের জন্য প্রথম পরিচয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথম পরিচয়ের সময়ই ওই ব্যক্তি সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়, যার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এমনকি এ ধারণাটি খুব সহজে আর পরিবর্তন হয় না। তাই আমাদের অবশ্যই প্রথম পরিচয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।

জেনে নেওয়া যাক প্রথম পরিচয়ে কোন আচরণগুলো করা যাবে আর কোনগুলো করা যাবে না। কী করবেন *অনেকে কিভাবে কথা শুরু করবেন তা বুঝতে পারেন না। সালাম, শুভেচ্ছা, এঙ্কিউজ মি, নিজের পরিচয়, প্রশ্ন, নিরপেক্ষ বা প্রশংসাসূচক মন্তব্য, সমসাময়িক বিষয় ইত্যাদি দিয়ে শুরু করা যেতে পারে। *কোনো অনুষ্ঠানে হলে প্রথম দিকেই নিজের পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে নিজের নাম ও পরিচয় স্পষ্ট উচ্চারণে চোখের দিকে তাকিয়ে বলতে হবে।

*ধর্ম, লিঙ্গ ও সামাজিক রীতি অনুযায়ী হ্যান্ডশেক বা মাথাসহ শরীরকে সামনের দিকে একটু ঝুঁকে পরিচয় আদান-প্রদান করা যেতে পারে। মুখে সৌজন্যমূলক হাসি থাকতে হবে। *অন্যের পরিচয়ও মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। *যদি কেউ আগে পরিচয় দেন, তাহলে তাঁর পরিচয়ের ধরন ও পরিস্থিতি অনুযায়ী নিজের পরিচয় দিতে হবে। যেমন_কেউ পরিচয় দিলেন, ‘আমি সজীব, ছেলের মামা’, সে ক্ষেত্রে ‘আমি মুহিব, ইঞ্জিনিয়ার’ বললে হবে না।

এখানে আত্মীয়তার পরিচয় জানানোটা গুরুত্বপূর্ণ। *নিজের ভিজিটিং বা বিজনেস কার্ড দেওয়া যেতে পারে। *তাঁর কাজকর্ম সম্পর্কে আগ্রহ দেখানো যেতে পারে। নিজের তথ্যও বলা যেতে পারে। *ভালো কিছু অর্জন করেছেন বললে তার প্রশংসা করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিনন্দন জানাতে হবে।

একই সঙ্গে আপনি যে তাঁর ভালো সংবাদটি পেয়ে আনন্দিত ও আশ্চর্য হয়েছেন তা চোখেমুখে ফুটিয়ে তুলতে হবে। *কথা শেষে ‘আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল’, ‘আবার দেখা হবে’_এজাতীয় কথা বলে বিদায় নিতে হবে। কী করবেন না *একান্ত ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা যাবে না। এ ছাড়া বেতন, বয়স, বিবাহিত কি না ইত্যাদিও সরাসরি জিজ্ঞেস করা যাবে না। *স্বামী-স্ত্রী বা শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন তা জানতে চাওয়া যাবে না।

*রাস্তাঘাটে কারো সঙ্গে পরিচয় হলে তিনি কোথায় যাচ্ছেন বা সঙ্গে কেউ আছে কি না তা জিজ্ঞেস করা যাবে না। *প্রথম পরিচয়ের সময় খুব কাছাকাছি যাওয়া যাবে না; বেশ কয়েক ফুট দূরে থাকতে হবে। কারণ সম্পর্ক অনুযায়ী মানুষ বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন দূরত্বে থাকতে পছন্দ করে। কেউ এর চেয়ে কাছে চলে এলে তা অস্বস্তি তৈরি করে। এসব সামাজিক আচরণের সমস্যা কাটিয়ে উঠতে না পারলে বা মানুষের সঙ্গে মিশতে সমস্যা হলে চিকিৎসা মনোবিজ্ঞানীরা সামাজিক দক্ষতার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন, সেখানে অংশগ্রহণ করতে হবে।

সুত্রঃ খবরটোয়েন্টিফোর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.