আমাদের কথা খুঁজে নিন

   

আরো একটু কাছাকাছি, আরো একটু পাশাপাশি !

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! সেই তুমি আর এই আমি, দুজনায় পাড়ি দিলাম আরো একটি বছর। অনেক রঙের কষ্ট আরো সাদাকালো ভালোবাসায় যোগ হলো আরেকটি সংখ্যা। সুখ স্বপ্ন বিলাসী তুমি আমি, আরো কিছু পাওয়া না পাওয়ার হিসাবের অঙ্ক কষলাম। আবারো অনেক ফোঁটা চোখের জল গাল বেয়ে গড়িয়ে সমুদ্রে হারিয়ে গেলো, আবারো তোমায় হ্যামিলনের বাঁশিওয়ালার মন ভোলানো বাঁশি শুনিয়ে সামনের বছরটার সুখস্বপ্নে ঘুম পাড়ালাম। হয়তে এভাবেই শেষ নয়, হয়তো স্বপ্নে দেখা স্বপ্ন - বাস্তবে সত্যি হয়।

হয়তো না বলা কথা গুলো বলা হয়ে যায়, হয়তো সত্যি সত্যি পাশাপাশি, আরেকটু কাছাকাছি থাকা যায়। হয়তো অনেকদিনের না দেখা তোমাকে, অনেক কাছ থেকে দেখা যায়। হয়তো সত্যিই একদিন ঘুম থেকে জেগে দেখবো তুমি পাশে। হয়তো সেই দিন আর বেশি দুরে নয়। তোমায় আজ প্রথম দেখেছিলাম, সেই তোমাকেই ভালোবেসেছি।

আর গত ৫টি বছর ধরে একটু একটু করে তোমায় সাজিয়েছি, মনের মত করে। আজো স্পষ্ট মনে পড়ে সেই দিনের কথা.......চাইলেই যখন তখন চোখ বুজলেই দেখতে পারি তোমার সেই মুখ। পেয়েছি তোমায়, চাইনা কিছুই আর ! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।