আমাদের কথা খুঁজে নিন

   

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে একহাত নিলেন হেফাজত

হেফাজতে ইসলামের লংমার্চের একদিন অথবা দুই দিন পর হতে পারে ঘটনাটি। আমার এই মুহুর্তে স্মরণে আসছে না। ঘটনাটি ঘটেছে একটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের টকশোতে। তার আগে বলে নেয়া ভালো, এই টিভি চ্যানেলটি সংবাদ প্রচারের সময় এবং টকশোগুলোতেও এতো একপেশে সংবাদ ও উপস্থাপনা করে থাকে, কোন সুস্থ মস্তিস্ক সম্পন্ন লোকই এটা পছন্দ করেন না ((অন্তত আমার যাদের যাদের সাথে কথা হয়েছে। )) সেদিন টক শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এবং হেফাজতের একজন মুফতী।

সঞ্চালক মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ কে প্রশ্ন করলেন হেফাজতের ১৩ দফা সম্পর্কে আপনি কি বলেন? তিনি উত্তর দিলেন, ১৩ দফার আগে আমি বলতে চাই, আমি গত ২ মাস আগে হেফাজতের প্রধান নেতা আল্লামা শাহ্ আহমদ শফি সাহেবকে একটি চিঠি লিখেছিলাম। কিন্তু তিনি এই পর্যন্ত আমার চিঠির কোন জবাব দেন নাই। তারপর সঞ্চালক উনার কাছথেকে মাইকটি কেড়ে নিয়ে হেফাজতের মুফতী সাহেবের কাছে জানতে চাইলেন, আপনাদের নেতা কি কারনে জবাব দেননি? জবাবে মুফতী সাহেব বললেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একজন বিজ্ঞ আলেম। কিন্তু হেফাজতে ইসলামের সম্মানিত আমীর আল্লামা শাহ্ আহমদ শফী সাহেব তাঁর চিঠির জবাব না দিয়ে এদেশের ষোল কোটি তৌহিদী জনতার প্রানের কাজটিই কেরেছেন। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ ইদানিং কালে বিভিন্ন টকশোগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আর আবোল তাবোল বক্তৃতা দিচ্ছেন।

আমি বলতে চাই এদেশ থেকে তসলিমা নাসরিণকে বিদায় করে দেয়ার পরে দীর্ঘদিন তসলিমা নাসরিণের চেয়ারটি খালি ছিলো। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সম্প্রতি সেই চেয়ারটি অলংকৃত করেছেন। এটা বলার পরপরই মুফতী সাহেবকে আর কোন কথা না বলতে দিয়ে সঞ্চালক ওনার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে গেলেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।