আমাদের কথা খুঁজে নিন

   

আর কতো দুর্ঘটনা

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম । void(1); আইন আছে প্রয়োগ নেই। গাড়ী আছে যোগ্য চালক নেই! প্রশাসন আছে দেখার কেউ নেই। রাস্তার মাঝ দিয়ে দৌড়ে পার হয়ে গেলাম কিন্তু মাথায় আসলো না ওভার ব্রীজ ব্যবহার করার! চালক ফোনে কথা বলছেন কিন্তু যাত্রীরা নির্বাক! সাধারণ মানুষ মরলে কিছুই হয় না,বিশিষ্ট জন মরলে রব উঠে। শুন্যতা সৃষ্টি হচ্ছে মেধাবীর সারিতে,শুন্য হচ্ছে মায়ের বুক।

দুর্নীতি করে লাইসেন্স পাচ্ছে মন্ত্রী, এম পির বদৌলতে, দেখার বা বলার কেউ নেই। হাইওয়েতে ধরা পরলে ঘুষ দিলে পার পেয়ে যাচ্ছে পাগল ড্রাইভাররা। void(1); সব মিলিয়ে বাস্তবতার খাতায় শুধু নেই আর নেই! আইন আছে প্রয়োগ নেই। গাড়ী আছে যোগ্য চালক নেই! প্রশাসন আছে দেখার কেউ নেই। রাস্তার মাঝ দিয়ে দৌড়ে পার হয়ে গেলাম কিন্তু মাথায় আসলো না ওভার ব্রীজ ব্যবহার করার! চালক ফোনে কথা বলছেন কিন্তু যাত্রীরা নির্বাক! সাধারণ মানুষ মরলে কিছুই হয় না,বিশিষ্ট জন মরলে রব উঠে।

শুন্যতা সৃষ্টি হচ্ছে মেধাবীর সারিতে,শুন্য হচ্ছে মায়ের বুক। দুর্নীতি করে লাইসেন্স পাচ্ছে মন্ত্রী, এম পির বদৌলতে, দেখার বা বলার কেউ নেই। হাইওয়েতে ধরা পরলে ঘুষ দিলে পার পেয়ে যাচ্ছে পাগল ড্রাইভাররা। সব মিলিয়ে বাস্তবতার খাতায় শুধু নেই আর নেই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।