আমাদের কথা খুঁজে নিন

   

বিরল সুযোগ টির জন্য আপনার হাতে আছে ৫ থেকে ৮ ঘণ্টা... (পোস্ট টা কি ৮ ঘণ্টা স্টিকি করা যায়?)

আর মাত্র ৫ থেকে ৮ ঘণ্টা হাতে আছে এই বিরল সুযোগ টি পাওয়ার জন্য। এর পর এই সুযোগ পেতে অপেক্ষা করতে হবে ১০৫ বছর, ২১১৭ সাল পর্যন্ত। আজ ৬ জুন বুধবার সূর্য উদয়ের পর থেকে সকাল ১০:৫৫ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ। একে বলা হয় শুক্র সরণ (Transite of Venus)। পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসবে শুক্র গ্রহ যাকে আমরা শুক তারা নামে চিনি।

শুক্র গ্রহের দূরত্ব ও আকৃতির কারণে এটি সূর্য কে পুরো পুরি ঢাকতে পারবে না। সূর্যের উপর একটি কালো বিন্দুর মতো দেখা যাবে শুক্র'কে। এটা আবার দেখার জন্য ১০৫ বছর আমরা বেঁচে থাকবো না। তাই কেউ এটা মিস করবেন না। সাক্ষী হয়ে থাকুন দুর্লভ এই ঘটনার।

কেউ খালি চোখে দেখার চেষ্টা করবেন না। আপনারা ক্সরে ফিল্ম(x-ray) কে কয়েকটা ভাঁজ করে এর মধ্য দিয়ে দেখতে পারেন। fb fan page https://www.facebook.com/NishuHaque?refid=5 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।