আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্কার জানাই সেই সব রাজনীতিবিদদের,যারা অগ্রহনযোগ্য ভাষার ব্যবহার করে আলোকিত মানুষ তৈরীর কারিগর শ্রদ্ধেয় আবু সায়ীদ স্যারকে অসম্মান করেছেন

জনতার মুখ চেপে ধরতে নেই,তাহলে পরিনতি হয় ভয়ঙ্কর ! ‘একজন শিক্ষকের এত গাড়ি-বাড়ি থাকার কথা নয়’, শেখ ফজলুল করিম সেলিমের এ বক্তব্যের উল্লেখ করে আবু সায়ীদ বলেন,‘এ বক্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি। আমার কোনো গাড়ি-বাড়ি নেই। আমি দুই কামরার একটি বাসায় ভাড়া থাকি। আরেকটু বলতে গেলে, ম্যাগসাইসাই পুরস্কারটা না পেলে, সম্ভবত রক্ত পরীক্ষার টাকাটাও থাকত না। ’ তিনি বলেন, ‘আরেকটা জিনিস খারাপ লেগেছে, তাহলো যাঁরা আক্রমণ করেছেন, তাঁদের ভাষা।

তাঁরা আমার বয়সে অর্ধেক। অনেক কঠিন কঠিন কথাও পরিশীলিতভাবে বলা যায়। ’ আমরা ধিক্কার জানাই সেইসব সাংবাদিকদের যারা রোববার টিআইবির অনুষ্ঠানে শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্যকে নোংরাভাবে তুলে ধরেছেন। । ধিক্কার জানাই সেই সব রাজনীতিবিদদের,যারা অগ্রহনযোগ্য ভাষার ব্যবহার করে আলোকিত মানুষ তৈরীর কারিগর শ্রদ্ধেয় আবু সায়ীদ স্যারকে অসম্মান করেছেন।

সংগ্রহ ঃ ক্লাসের পেছনের দরজাতো বানানোই হইছে পালানোর জন্য ফেসবুক পেইজ হতে। অন্যান্য পোস্ট সমূহ ঃ ভিকারুন্নেসা ট্রাজেডির টাইমলাইন..মনে আছে কি? বাক স্বাধীনতার এ যুগে আমজনতা হওয়ার গুরুত্ব টুকু আমাদের সবার ই উপলব্ধি করা উচিত মেয়েদের নিয়ে অনৈতিক পোস্ট দেয়া পেজ বন্ধ করতে ২০,০০০ মানুষ একত্রিত হয়ে রিপোর্ট করবো । মহানবীর (দঃ) এর সতর্কবাণী পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ---তাও আদালতে। এরপর পুলিশ কি করবে? তরুণদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ৩৫ হাজার তরুণকে সরকার এর রোষানলে ফেলে মাহি.বি.চৌধুরি বি.এন.পি. এবং বিকল্প ধারার ফায়দা লাভ !! "RAGGING মুক্ত পবিত্র বন্ধুবৎসল শিক্ষাপ্রতিষ্ঠান চাই" আমেরিকা যুক্তরাষ্ট্রে ও ইসরায়েলের Relationship, তাঁদের জঘন্য Politics আর এসব কুকর্মের মূলনীতি অপ্রিয় যত সত্য সহ্য করার ক্ষমতা আছে কি ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.