আমাদের কথা খুঁজে নিন

   

এক চামচ সমুদ্র নিয়ে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই এক চামচ সমুদ্র নিয়ে তোমার কাছে যায় যদি কেউ, তার সঙ্গে এক চিমটি পাহাড়ে উঠে যেও পিপীলিকার মত সে পাহাড়ে অথবা আলতো করে অরণ্যের ছায়ায়, মহাকাশের একমুঠো নিয়ে গ্রহাণু এঁটে যায় যতগুলো, তাদের কে সঙ্গে নাও ব্যাক-প্যাকে। দীঘল পথের এক সুতো রেখা, সেখানেও পাথুরে জীবাণুদের উৎপাত। জীবাশ্মের খনি থেকে ডিজেলের একটি ফোটায় কত দূর গাড়ি চলে!? --- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।