আমাদের কথা খুঁজে নিন

   

ঔষধ প্রশাসনে চলছে চরম সুশাসন !

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা দুদিন আগে লিখতে চেয়েছিলাম কিন্তু সামুতে লগ ইন নিচ্ছিলো না যাই হোক আজ ঢুকতে পেরে লিখছি । পত্রিকায় দেখলাম মিটফোর্ডে মুড়ি মুড়কির মত ঔষধের কাঁচামাল বিক্রী হচ্ছে আর খ্যাতো অখ্যাত কোম্পানীগুলি ওখান থেকে কাঁচামাল কিনে চরম মান সম্পন্ন ঔষধ বানাচ্ছে যা খেয়ে আমাদের মত গিনিপিগরা কঠিন থেকে আরও কঠিনতর রোগে ভুগছি । এতে ভালো ব্যবসা হচ্ছে ঔষধ এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের । আমি স্কয়ার এর CAMLODIN PLUS ঔষধটি কিনতে গিয়েছিলাম এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে ব্যবহৃত হয় । প্রতিদিন খেতে হয় তারমানে জীবন রক্ষাকারী ঔষধ, না খেলে হার্ট এ্যাটাক বা স্ট্রোক করতে পারে ।

ঔষধ নিয়ে দাম দিতে গিয়ে বিপাকে পড়লাম দাম এক বক্স ৫০টা ট্যাবলেটের ২২৬.০০ টাকা । দোকানদার চাচ্ছেন ৩০০.০০ টাকা । প্রতি ট্যাবলেট ৪.৫২ টাকার যায়গায় ৬.১০ টাকা লেখা, কলম দিয়ে । বললাম, এতো দাম কেন ? এটাতো আমি নিয়মিত কিনি । দাম বাড়ছে ।

বললাম বাড়তি দামের ঔষধ তো এখনো মার্কেটে আসেনি তাহলে দাম বেশী কেন? বললো, এইটাই ব্যবসা ঔষধ কোম্পানী আগেই বলেছে দাম বাড়বে তাই আমাদের মালিক ঔষধ কিনে মজুত করেছে । শুনে রাগে আমার গা কাপতে থাকলো। যে দামের ঔষধ বাজারেই আসেনি সেই দামে পুরনো ঔষধ বেচে ব্যবসা করছে। সব দোকানে একই দাম (সিন্ডিকেট) মানুষের জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে ব্যবসায়ীদের নীতিহীন ব্যবসা । রিসিট চাইলাম বড়ই অবহেলা করে রিসিট দিয়ে দিলো।

কারন জানে আমি ওদের একটা চুলও বাঁকা করতে পারবোনা । সংসদ ভর্তি ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধি। গনমানুষের কথা বলার জন্য তো কেউ নেই তা ছাড়া আমাদেরতো সিন্ডিকেটও নেই । তাই ক্ষোভ মেটানোর জন্য সামুর আশ্রয় নিলাম । সামুকে ধন্যবাদ এই জন্য যে এই প্লাটফরমে আনন্দ, বেদনা, সুখ, দুঃখ ভাগাভাগি করার সুযোগ দিয়ে রেখেছে ।

শেয়ার করে ক্ষোভটা কমালাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।