আমাদের কথা খুঁজে নিন

   

আসুন না অন্তঃত একটিবার সাগরে নেমেই দেখি......

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!! জীবনের এই অসীমতার মাঝে কতোটাই না ক্ষুদ্র আমরা। আর যখন আমরা জীবনটাকে শুধুমাত্র নিজের ভালো লাগা-মন্দ লাগা বা সুখ-দুঃক্ষের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি তখন তা যেন হয়ে ওঠে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। শুধুমাত্র নিজেকে নিয়ে না বেঁচে আরো দশজনকে সাথে নিয়ে বাঁচার বিশালতাকে আমরা কোনদিন অনুভবই করতে পারি না! আর অনুভব না করলে বুঝবো কেমন করে যে সুখটা কত? স্বাদ গ্রহণের জন্যে আস্বাদন করাটা যে আবশ্যক। বিশালতার শক্তি অবশ্যই অসীম। নদীতে নেমে কখনো সাগরকে অনুভব করা সম্ভব নয়, আর পুকুরে ডুব দিয়ে নয়তো বটেই। কিন্তু সবাই তো তাই করছে, শুধু নিজের জীবন ও স্বার্থ নিয়ে পুকুরেই ডুব মেরে আছে, সাগরে নামার ভয়টাকে জয় করা যে আর হয়েই উঠছে না। আসুন না অন্তঃত একটিবার সাগরে নেমেই দেখি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।