আমাদের কথা খুঁজে নিন

   

১১ বছরের অনিমেষের জলেই বস

অনিমেষ হীরা যেন এক বিস্ময় বালক! ১১ বছর ধরে শিশুটি দিন-রাতের অধিকাংশ সময় পুকুরের পানিতে ভেসে থাকছে। খাওয়া-ঘুম সবই চলে এ অবস্থায়। ব্যতিক্রমী এ শিশুটিকে দেখতে প্রতিদিন লোকজন তার বাড়িতে ভিড় করেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের দক্ষিণপাড়ায় ১৯৯৮ সালে জন্মগ্রহণ করে অনিমেষ। মাত্র ৩ বছর বয়সে পুকুরের পানিতে ভাসতে শুরু করে সে।

সকাল ও দুপুরের খাওয়া চলে পানির মধ্যেই। দিনভর সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হলে পানির মধ্যেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে তাকে অনেকটা জোর করেই পানি থেকে তুলে আনতে হয়। শিশুটিকে নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ নেই। অনিমেষের বাবা অচিন্ত্য হীরা পেশায় জেলে।

তিনি জানান, তার ৪ সন্তানের ৩ জন স্বাভাবিক জীবনযাপন করলেও ব্যতিক্রম অনিমেষ। একাধিকবার ডাক্তার দেখানো হলেও স্বাভাবিক জীবনে ফিরছে না সে। অনিমেষের মা বাসন্তী হীরা জানান, একাধিকবার অনিমেষকে কবিরাজ দেখানো হয়েছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডাক্তারও দেখানো হয়েছে। কিন্তু অনিমেষ স্বাভাবিক হয়নি।

খুলনার সিভিল সার্জন ডা. মোঃ গোলাম মোর্তুজা শিকদার বলেন, মানসিক রোগ, চর্মরোগ অথবা শরীরের অন্য কোনো অঙ্গে সমস্যার কারণে এ ধরনের অবস্থার সৃষ্টি হতে পারে। তিনি চিকিৎসার জন্য অনিমেষকে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।