আমাদের কথা খুঁজে নিন

   

যার মনে যা, ফাল দিয়া ওঠে তা

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ গত শনিবার টিআইবির এক অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে দুর্নীতি কী, তা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘চোর যে চুরি করে, ডাকাত যে ডাকাতি করে, সেটি কি দুর্নীতি? আমার ধারণা, এটা দুর্নীতি নয়। কারণ, দুর্নীতি শব্দের মধ্যে আরেকটি শব্দ লুকিয়ে আছে। শব্দটি হলো ‘নীতি’।

চোর বা ডাকাতের কাজ ঠিক দুর্নীতি নয়। কারণ, তাদের কোনো নীতিই নেই। সুতরাং, দুর্নীতি সেই মানুষটি করে, যার নীতি আছে। একটা উদাহরণ দিই। যেমন—যদি একজন মন্ত্রী এই বলে শপথ নেন যে তিনি শত্রু-মিত্র ভেদাভেদ না করে সবার প্রতি সমান বিচার করবেন, কিন্তু পরে তিনি সেটি না করেন, সেটা হবে দুর্নীতি।

’ আব্দুল্লাহ আবু সায়ীদের এই কথায় দুঃখ পেয়েছেন কোনো কোনো সংসদ সদস্য। তারা বলেছেন সায়ীদ সাহেব নাকি তাদের চোর বলেছেন। সংসদ সদস্য মহোদয় ভুল বলেন নি। কারণ যিনি যা করেন তিনিই তো ভাল জানেন তার মাঝে কোন নীতিটি কাজ করছে। অতএব চোরের কোনো নীতি নেই।

ডাকাতের কোনো নীতি নেই। আর ওনাদের আছে কিনা তা ওনারাই জানেন। নীতি থাকলে রাজনীতিকরা এর প্রতিবাদ না করে এটিকে সমর্থন করে তাদের নিজের নীতিকে আরো সংহত করতে পারেন। জাতীয় সংসদে এই বিষয় নিয়ে কথা বলার অর্থ হলো: ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।