আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আজাদকে পারি নি । অন্তত সায়ীদ স্যারের প্রাপ্য সম্মানের দায় আমাদের আছে ।

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো আবদুল্লাহ আবু সায়ীদ,, তার ক্লাস করতে ২০০ কিলোমিটার দূর থেকে বাংলার শিক্ষক ছূটে আসতেন ঢাকা কলেজে ।

দেশের হাজার ও স্কুলের ছেলে মেয়েদের কাছে পৌছে দিয়েছেন মানুষ হবার জন্য বই । গড়ে তুলেছেন দেশের বৃহত্তম বৃদ্ধিবৃত্তিক সুশীল পাঠাগার বিশ্বসাহিত্য কেন্দ্র । পক্ষান্তরে দেশের সংসদে বসে কোটি কোটি টাকার লুটপাট বিষয়ক গোপন বৈঠক। সংসদ সদস্যদের অসভ্য গালাগালি কিছুই দেয় নি দেশ কে । ছোট বাচ্চাকে শিখিয়েছে কিভাবে নারীর গায়ে হাত তুলতে হয়।

কিভাবে অসভ্য হয়ে একে অন্যকে গালাগালি করতে হয় । কিভাবে ইতিহাস বিকৃতি ঘটাতে হয় । এর সব প্রমাণ রয়েছে। এই সংসদেই তো এমন অনেক ব্যক্তি রয়েছেন যে চুরির দায়ে জেলে ছিলেন । ভিআইপি মর্যাদা নিয়ে জেলে থেকেছেন বলেই যে তিনি ভদ্রলোক , কয়েদী নন তা তো না ।

জেলের রেজিস্ট্রি বুক আর হাইকোর্ট এর মামলার নথি বের করলেই তো হয় । কিছুদিন আগেও রেলমন্ত্রী চুরির টাকার বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেছেন । ডাকাতির মামলাও আছে অনেকের বিরুদ্ধে । এখনও বিরোধী দলের অনেক বাঘা বাঘা সংসদ সদস্য গাড়ি পোড়ানোর মামলায় জেলে । যার অর্থ দিনে দুপুরে ডাকাতি ।

কয়েকদিন আগে গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে গুলি চালানো এমপির ছবিও দেশের পত্রিকায় ছাপা হয়েছে । তাহলে তাদেরকে চোর ডাকাত বলতে সমস্যা কোথায় ? স্যার আবদুল্লাহ আবু সায়ীদকে কেন ক্ষমা চাইতে হবে ? যারা সুশীল সমাজ তারা এর বিরোধীতা না করে বলবেন দেশের গণতন্ত্র রক্ষায় তাকে ক্ষমা চাইতেই হবে । আমি তাদের বলি , তোদের মত সন্ত্রাসী এখনও দেশে তৈরী হয় নাই । আর যারা এই অন্যায়ের প্রতিবাদ করতে চান তারা তৈরী হোন । আমাদের একজন বুদ্ধিজীবীকে অন্তত বাঁচানোর সময় হয়েছে।

একাত্তরে পারি নি । হুমায়ূন আজাদকে পারি নি । অন্তত সায়ীদ স্যারের প্রাপ্য সম্মানের দায় আমাদের আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.