আমাদের কথা খুঁজে নিন

   

লেজ দেখে যায় চেনা(ছবি ব্লগ)

আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে ছোট কালে যখন মাথার উপর করে শোওওও করে বা গুমগুম শব্দ করে কোন প্লেন উড়ে যেত তখন প্রায়ই চেনার চেস্টা করতাম সেটা কোন দেশের প্লেন কখনও দূরবীন নিয়ে লেজ দেখে বের করার চেস্টা করলাম কোন দেশ থেকে উড়ে এসেছে কোথায়ই বা যাবে এই উড়ন্ত বিস্ময়টি-এখন আর সেভাবে আকাশ বা উড়োজাহাজ কোনটাই অবাক হয়ে দেখা হয়না কিন্তু আমার মত আলাভোলা শৈশব কাটানো সবার জন্য রইল লেজ দেখে এয়ারলাইনস চেনার ছোট্ট একটা প্রয়াস বলুন ত এগুলো কার কার লেজ? আলাস্কা এয়ারলাইনস- আলবেনিয়ান এয়ারলাইনস- আমেরিকান এয়ারলাইনস- ব্রুসেলস এয়ারলাইনস- ক্যারাবিয়ান এয়ারলাইনস- চায়না সাউদার্ন এয়ারলাইনস- এমিরেটস এয়ারলাইনস- অসংখ্য পশুপাখির ছবি সম্বলিত ফ্রনটেয়ার এয়ারলাইনস- হাওয়াইন এয়ারলাইনস- ইউনাইটেড এয়ারলাইনস- কিংফিশার এয়ারলাইনস- কোরিয়ান এয়ারলাইনস- মালয়শিয়ান এয়ারলাইনস- মেক্সিকান এয়ারলাইনস- নিউজিল্যান্ড এয়ারলাইনস নর্থওয়েস্ট এয়ারলাইনস- ফিলিপাইনস এয়ারলাইনস- কাতানস এয়ারলাইনস- স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস- সিংগাপুর এয়ারলাইনস- সাউথওয়েস্ট এয়ারলাইনস- স্টার্লিন এয়ারলাইনস আইভরি- সুইস এয়ারলাইনস- তুর্কিমেনিস্তান এয়ারলাইনস- ভিয়েতনাম এয়ারলাইনস- ইন্ডিয়ান এয়ারলাইনস- পাকিস্তান এয়ারলাইনস- সৌদিএয়ারলাইনস- বিমান বংলাদেশ এয়ারলাইনস- আগের পোস্ট-[link|View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।