আমাদের কথা খুঁজে নিন

   

কচু আর হাঁস, তোমাদের সেলাম!

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। এক বৃষ্টিস্নাত বিকেলে দাঁড়িয়েছিলেম বারান্দায়, মুগ্ধ হোয়ে তাকিয়েছিলেম বাইরে, কিন্তু তখনও জানতুম না যে আমার চূড়ান্ত মুগ্ধ হওয়া তখনও বাকী। সব কিছু স্ক্যান কোরে এক সময় দৃষ্টি পড়ে বারান্দার কাছে দাঁড়িয়ে কাঁপতে থাকা কচুপাতাগুলুর উপর এবং চূড়ান্ত মুগ্ধ হই। অমন কুত্তাবিলাই বৃষ্টির ফোঁটাগুলু কচুপত্রদের গায়ে পড়ছে বটে, তবে কচুপত্ররা তা গায়ে মাখছে না, একটু মাত্র কম্পিত হোয়ে পানিকে ভূপাতিত কোরে দিচ্ছে, নিজেরা থেকে যাচ্ছে ইস্ত্রিকৃতকাপড়বত্‍ শুষ্ক। বুঝলেম ওরা কেবল স্ট্রং স্টাউট স্ট্রেইটভাবে দণ্ডায়মানই নয়, বিষম পিছলাও বটে। প্রাণীজগতে অমন প্রপাট্টিজ আছে হাঁসের। ভাবি, কচু বা হংসবত্‍ হোতে পারলে মন্দ হয় না জীবনে, ঝাড়া দিয়ে সব ফেলে দেয়া যেত, কচু আর হাঁসের ফ্যান হোয়ে যাই আমি, সেই থেকে চান্স পেলেই কচুশাক কিম্বা হংসমাংস খেতে ছাড়ি নে, আমাকে যে তাঁদের মতো হোতে হবে। 3:-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।