আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা শপথ করিঃ আমাদের মোবাইল কোন ইভ টিজিঙের কাজে ব্যবহার হতে দিব না

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সকল আন্দোলনের শুরু হতে হবে নিজের কাছ থেকে। নিজ নিজ ক্ষেত্র থেকে বদলালে সমাজকে সুন্দর করতে অনেক সহজ হবে।

আসুন আমরাও কিছু শপথ করি। মোবাইল ব্যবহারের সময় আরও কিছু বিষয় মাথায় রাখি। যেমনঃ ১. কখনই অনুমতি না নিয়ে অপরিচিত কারও ছবি তুলব না। ২. অপরিচিত নাম্বারে ফোন দিয়ে মজা করা থেকে বিরত থাকব। ৩. বাস বা পাবলিক প্লেসে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো থেকে বিরত থাকব।

৪. অপরিচিত কারও কাছে হুট করে নাম্বার চাওয়া থেকে বিরত থাকব। ৫. অন্যকারও মোবাইল বিনা অনুমতিতে ধরব না। ৬. মোবাইলে এমন কিছু রাখব না যাতে মোবাইল হারালে নিজে বিব্রত হই। ৭. অযথা মিসকল দেওয়া থেকে বিরত থাকব। এ সম্পর্কে আরও কোনও পয়েন্ট যোগ করতে চাইলে এবং যেকোনো মতামত দিতে পারেন এখানে।

এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।