আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ বিশ্বাস: আনলাকি থার্টিন আর লাকি সেভেন

আনলাকি থার্টিন সম্পর্কে অনেক কুসংস্কার প্রচলিত। অনেকে এই নাম্বারটিকে তাদের জন্য অভাগা বলে মনে করেন। বিশ্বের অনেক দেশে বাস ও বিমানে থার্টিন নাম্বার সিট ও থাকে না। এটা তাদের একরকম অন্ধ বিশ্বাস। আবার অনেকের ধারনা, ইহুদী খৃষ্টানরা ১৩ কে আনলাকি বলে থাকে কারণ ইংরেজীতে “MUHAMMAD” নাম মুবারকের আদ্যক্ষর হল M, যা ইংরেজী বর্ণমালার ১৩ তম অক্ষর।

তাই ইহুদী খৃষ্টানরা বিদ্বেষবশতঃ ১৩ কে অশুভ বা আনলাকি বলে থাকে। আবার অনেকে মনে করে থাকেন আনলাকি ১৩, মুসলমানদের জন্য লাকি। কিন্তু মুসলমানদের কোন গ্রন্থে ১৩ কে লাকি বা অন্য কোন নাম্বারকে লাকি বলা হয় নি। শুধু হযরত মোহাম্মদ (স বেজোড় সংখ্যা পছন্দ করতেন । এখন উপরের আনলাকি থার্টিন নিয়া অনেক ধারণার উত্তর হল, আনলাকি থার্টিন একটি গ্রিক মিথ।

গ্রিকরা এই মিথ বিশ্বাস করতো। কিন্তু পরবর্তীতে এই ধারণাই অনেকটা বিকৃত লাভ করে নানা রকম ধারণায় পরিণত হয়। আসলে আনলাকি থার্টিন বলে কিছু নেই, এইটা ভুল ধারণা ও অন্ধ বিশ্বাস। লাকি সেভেন নিয়া অনেকের ধারণা, ইহুদী খৃষ্টানরা 7 কে লাকি বলে থাকে। কারণ G ইংরেজী বর্ণমালার ৭তম বর্ণ।

তাদের God এর G-এর সাথে সম্পৃক্ত। কিন্তু মুসলামদের নিকট ৭ হল অশুভ বা আনলাকি কারণ God বিশ্বাস করার অর্থ হলো শিরক করা। মুসলমানদের নিকট কোন সংখ্যাই আলাদা ভাবে লাকি যেমন বলা হয়নি, তেমনি কোন সংখ্যাকে আনলাকিও বলা হয়নি এটিও একটি প্রাচীন গ্রীক মিথ। যা পরবর্তীতে নানা বিকৃত হয়ে যায়, নানান মতবাদে। লাকি সেভেন বলতে আসলেই কিছু নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।