আমাদের কথা খুঁজে নিন

   

"একটি মানবিক আবেদনঃ একজন ব্লাড ক্যান্সার রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন"

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" আপডেটঃ ১০/০৬/১২ রাত ১০ টা ৩০ পর্যন্ত প্রতিদিন মুমুর জন্য প্রয়োজন ৪ ব্যাগ B+ রক্ত। আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি B+ রক্ত দেওয়ার জন্য আপনি কিংবা আপনার পরিচিত কেউ শারীরিকভাবে প্রস্তুত থাকেন অন্তত এক ব্যাগ রক্ত দিয়ে মুমুকে সাহায্য করুন। আমাদের ফেসবুক গ্রুপ এর সদস্য সংখ্যা এক সপ্তাহের ব্যবধানেই ১৯৫০ ছাড়িয়ে গেছে। ব্লগের এবং ফেসবুক গ্রুপের অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে সংগৃহীত হয়েছে ২ লক্ষাধিক টাকা।

দেশের এবং দেশের বাহির থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন অনেকেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ মানবতার পাশে দাড়ানোর জন্য। আমাদের অনুপ্রেরনা আর সহযোগিতা মুমুকে বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে এ প্রত্যাশা আমাদের সকলের। অনেকেই এই পোস্টটি স্টিকি করার কথা বলেছেন। তাদের সবাইকে ধন্যবাদ।

পোস্ট স্টিকি করা হলে সেটা আরও বেশি মানুষের নজরে আসবে। আরো বেশি মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসতে পারবেন। এ ব্যাপারে সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মূল পোস্টঃ ১৮ বছরের রাবেয়া আক্তার (মুমু) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধানমন্ডির ৮ নং রোডের আনোয়ার খান মর্ডান হাসপাতাল এর বি/৫১৮ নং কেবিনে শুয়ে। মেয়েটি এ বছরই মাত্র HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা এসেছিল ভার্সিটি ভর্তি কোচিং করতে।

ঢাকা আসার পরেই কিছুটা অসুস্থ হয়ে পরে সে। প্রথমদিকে পরিবারের সবাই এটিকে আবহাওয়া পরিবর্তনজনিত সাময়িক অসুস্থতা বলে ধরে নিলেও সময়ের সাথে সাথে অবস্থার অবনতি ঘটতে থাকে। তাকে নেয়া হয় গ্রীন ভিউ ক্লিনিক এ। ডাক্তার তার রক্ত পরীক্ষা করে রিপোর্ট করেন যে, তার রক্তে Aplastic Anaemia (এক প্রকার ব্লাড ক্যান্সার) ধরা পরেছে যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যথাযথ চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে যাবে।

কিন্তু সেই 'যথাযথ' চিকিৎসা পেতে তার পরিবারের দরকার ৬০ লক্ষ টাকা!!!! একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা যোগান দেয়া সম্ভব নয়। দুদিন আগেও যে মেয়েটা রঙ্গিন স্বপ্ন দেখত, আজ তার স্বপ্নের রঙ বড় বেশি ফিকে হয়ে গেছে। না কোন ভর্তিযুদ্ধ নয় সে যুদ্ধ করছে মরনব্যাধি ক্যান্সারের সাথে। ভর্তি পরীক্ষায় হয়ত তাকে দেখা যাবে না কিন্তু এতটুকু প্রত্যাশা করা কি অপরাধ কিংবা স্পর্ধার বাড়াবাড়ি যে মেয়েটি বেঁচে থাকবে আমাদের মাঝে? আমাদের মতই? আসুন না সবাই মিলে তার পাশে দাড়াই। বাড়িয়ে দেই সাহায্যে হাত।

"মানুষ মানুষের জন্য" এই সত্য আরো একবার প্রতিষ্ঠিত করি। কেউ কেউ হয়ত আর্থিকভাবে সাহায্য করতে পারবেন না কিন্তু এই পোস্টটি অন্তত শেয়ার করুন। আপনার পরিচিত হয়ত কেউ একজন এই পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেটা কি আপনার সাহায্য করা হল না? সকল ব্লগার ভাই-বোনদের কাছে আমার এতটুকু অনুরোধ রইল, দয়া করে লেখাটি শেয়ার করুন। যারা ফেসবুক এ আছেন তারা যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য এই পেজে জয়েন করুন ও পোস্ট করুন।

সাহায্য পাঠান এই ঠিকানায়ঃ MD SAHAB UDDIN Ac/No: 153.101.45846 Sonagazi Branch, Feni Dutch Bagla Bank LTD এছাড়াও যোগাযোগ করতে পারেনঃ তানভীরঃ 01829890489 তমালঃ 01674909589 তানিমঃ 01715418484  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.