আমাদের কথা খুঁজে নিন

   

বাক স্বাধীনতার এ যুগে আমজনতা হওয়ার গুরুত্ব টুকু আমাদের সবার ই উপলব্ধি করা উচিত

জনতার মুখ চেপে ধরতে নেই,তাহলে পরিনতি হয় ভয়ঙ্কর ! হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, পুকুর চুরি, সাধারণ চুরি, ছিনতাই, জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজি , গাড়ি ভাংচুর, স্কুলের টিচার কর্তৃক ছাত্রীকে ধর্ষণ, বিভিন্ন জায়গার ছাত্রীকে নেতাদের মনোরঞ্জনের জন্য বাধ্য করার অভিযোগ, বা কোন একটা বিশেষ জায়গায় গোপন ক্যামেরা ধারণ করে কাস্টমার দের ছবি ধারণ করা এগুলা নিঃসন্দেহে অপরাধ। তবে এগুলার চেয়েও ভয়ংকর, এগুলার চেয়েও রোমহর্ষক ব্যাপার হলো ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা। এটা এতটাই বিপদজনক, অবশ্য ই রাষ্ট্র দ্রোহের মত অভিযোগ আনা যেতে পারে, হোক সে ছাত্র তাতে কি ! যদিও আমাদের বিভিন্ন দলীয় ছাত্ররা রাগ করে গাড়ি ভাংচুর করে ফেললে, বা গাড়ির মাঝে কাউকে আটকে রেখে পুড়িয়ে ফেললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেখতে পাই না। কিনু সে তো ভিন্ন কথা। ফেসবুকে নিজের মতামত ব্যক্ত করে এত বড় সাহস ! কিন্তু পত্রিকায় যে অনেক কে দেখলাম, সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এ অভিযোগ করছেন ! ওহ, উনারা তো ফেসবুক এ করেন নি ! খোলা ময়দানে বলেছেন ! বাক স্বাধীনতার এ যুগে আমজনতা হওয়ার গুরুত্ব টুকু আমাদের সবার ই উপলব্ধি করা উচিত। #Ashik Imran (Prothom Alo te Comment Prodankari) আসলে আমরা তো আম জনতা...।। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু করার অধিকার নেই। এটা করতে হলে আগে আমাদের রাজনীতিতে আসতে হবে, বিরোধী দল করতে হবে। তারপর প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে কেউ কিছু বলবে না!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।