আমাদের কথা খুঁজে নিন

   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম কি ফজলুল বারী'র পার্সোনাল ব্লগ???

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর দেশে সাংবাদিক-কলাম লেখকের আকাল পড়েছে। তাই এখন অস্ট্রেলিয়া প্রবাসী এক সাংবাদিকই ভরসা। আর বাংলানিউজের ভাব দেখে এমন মনে হয় যে এটা ফজলুল বারী'র পার্সোনাল ব্লগ। নাকি ফজলুল বারী সেটা ইজারা নিয়েছে কে জানে। এই মুহুর্তে banglanews24.com কিমি. ভিজিট করে দেখুন। স্পেশাল ব্যানার হেডিং পোস্টের তিনটি লেখার দুটিই বারীর লেখা!! আর তিনি সর্বশেষ প্রসব করিলেন, " ‘J’ র আহ্বানে সাড়া দিতে পারিনি"। এই আহবানে সাড়া দিলে নাকি সেটা নাকি একটি দলের পক্ষে যাবে। তাই তিনি এটা সাপোর্ট দিবেন না!! ছাগ্লা সাংবাদিকতার জয় হউক!! ‘J’= কালো জমিনের মাঝে সাদা অক্ষরে ‘J’ লেখা প্রোফাইল পিকচার আর একটি স্টাটাস, ‘আমি নিরাপদ নই`, কিংবা ‘অনিরাপদ পেশায় আমি একজন এদেশের সাংবাদিক’- অথবা ‘I am not safe` এইসব বক্তব্যে একজোট হয়েছে বাংলাদশের সাংবাদিক সমাজ। যারা অন্তত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করেন তারাতো বটেই।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।