আমাদের কথা খুঁজে নিন

   

ধসে নিহত ১৬ জনকে জুরাইনে দাফন

স্বজনের খোঁজ না পাওয়ায় অজ্ঞাত পরিচয় লাশগুলোর ডিএনএ নমুনা রেখে মঙ্গলবার মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে আঞ্জুমানের কাছে দেয়া হয় বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।
রোববার ঢাকা মেডিকেল মর্গ থেকে ৩২টি লাশ দাফনের জন্য আঞ্জুমানের কাছে হস্তান্তর করা হয়।
আবুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত অজ্ঞাত পরিচয় ৮০টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
ঢাকা মেডিকেল এবং মিটফোর্ড মর্গে এখনো ২৯টি লাশ অসনাক্ত অবস্থায় আছে।
তাদের স্বজনদের খোঁজ না পাওয়া গেলে একইভাবে ডিএনএ নমুনা রেখে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।