আমাদের কথা খুঁজে নিন

   

!! দগ্ধ হৃদয় !!

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! জানো কি- কয়লা পুড়লে তার গন্ধটা কি রকম হয়? গন্ধটা যাই হোক না কেন, সবাই কিন্তু তা টের পায়। নিকোটিন পোড়ার গন্ধটা কি রকম লাগে? গন্ধটা খুবই উৎকট ! তাই না? কিন্তু- হৃদয় পুড়লে ! তার গন্ধ কি কেউ টের পায়? কেউ বুঝি তা টের পায় না ! আমার হৃদয় যখন তোমার বিরহে দগ্ধ, ভেবেছিলাম তুমি বুঝি টের পাবে ! তাই তো তোমার অপেক্ষায় আছি এখনও ! জানি না তুমি আদৌ টের পাবে, নাকি পাবে না ! তবুও তোমারই অপেক্ষায় ! - একজন আরমান ০৭/০৪/২০১৩ রাত ০৩:২৩:২৯ উৎসর্গঃ হ্যাঁ শুধু তোমাকেই !  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।