আমাদের কথা খুঁজে নিন

   

RE post বিএনপি ক্ষমতায় আসার আগেই সাংবাদিকদের সাথে সিএসএফ(চেয়ারপারসন ‍সিকিউরিটি ফোর্স) এর বেপরোয়া আচরণ.....ফঢবিএনপি ক্ষমতায় আসার আগেই সাংবাদিকদের সাথে সিএসএফ(চেয়ারপারসন ‍সিকিউরিটি ফোর্স) এর বেপরোয়া আচরণ.....

ক্ষমতাসীন দলের নেতাকমী ও পুলিশের দ্বারা বেপরোয়া আচরণ ও নির্যানের শিকার সাংবাদিকরা অহরহ হচ্ছে। তার হিসেব কয়েকদিন আগের পত্রিকা খুললেই পাওয়া যাবে। সেই সাথে পাল্লা দিয়ে আগের থেকেই সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে অনুশীলন শুরু করেছে সিএসএফ। কয়েকদিন আগে আইডিইবিতে সাংবাদিকদের সাথে ঢুকতে দেয়া নিয়ে ধাক্কাধাক্কি এক পর্যায়ে খারাপ আচরণ করেন সিএসএফ। এর আগে খুলনা বিএনপি লংমার্চে সাংবাদিকদের গাড়ীতে লাঠি দিয়ে আঘাত করেন এবং ড্রাইভারকে গালাগালি করেন।

আজ ৩০শে মে খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যান। সাংবাদিকরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে সিএসএফ দের সাথে কথা কাটাকাটি হয় এবং সিএসএফ সাংবাদিকদের সাথে খারাপ আচরন করেন। এমনকি আমি খালেদা জিয়ার ফুল দেয়ার ছবি তুলতে গেলে আমার সাথে ও অনেক খারাপ আচরন করেন,মারতে এগিয়ে আসেন। আমি তাকে বুঝাতে চেষ্টা করলে আরো ক্ষেপে যান এমন ভাব করলেন যে খালেদা জিয়ার রক্ষার দায়িত্ব শুধু তাদের । আর দেশের মানুষ যারা ভালোবাসেন কিংবা আমরা যারা সংবাদ সংগ্রহ করতে যাই তারা খুবিই বিপদজনক ।

আমাদের দুঃখ হলো যে ,আমরা যারা বিএনপি বিট করি সিএসএফ তো তাদের চেনার কথা কারন আমরা খালেদা জিয়ার সব প্রোগ্রাম কভার করে থাকি তার পর ও এই সাংবাদিবদের সাথে খারাপ ব্যাবহার করার সাহস সিএসএফ পায় কোথায়????? তাহলে কি বলবো ক্ষমতা আসার আগেই তারা সাংবাদিক মারার প্রাকটিস করছে.......? এই ব্যাপারে বিএনপি প্রেস উইং সাইরুল ভাইকে বললে সে এমন ভাব দেখালেন তাতে মনে হলো এটা এমন কিছুনা সামনে আরো বড়ো কিছু আছে Wait and see.......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।