আমাদের কথা খুঁজে নিন

   

"আবারো দাবায় বিশ্বসেরা আনন্দ"

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে আবারো কেল্লফতে! ৫ বার বিশ্বসেরা হলেন ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। এই নিয়ে অবশ্য টানা ৪ বার বিশ্বসেরা হলেন তিনি। এ দিন তিনি তার ইজরায়েলি চ্যালেঞ্জার বরিস গেলফা কে ২.৫-১.৫ পয়েন্টে rapid chess tie-breaker এ হারান। এর আগে গেলফা ও আনন্দের নির্ধারিত ১২ গেমের ম্যাচ ৬-৬ অমীমাংসীত থাকায়, দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের ফয়সালা বুধবার rapid chess tie-breaker এ গরায়।এদিন টাই-ব্রেকারের ৪টি গেমের মধ্যে প্রথম গেমে ৩৩ চালে ড্র করেন আনন্দ এবং দ্বিতীয় গেমে ৭৭ চালে জয়লাভ করেন আর শেষের দুটি গেমও ড্র হয়। কিন্তু নিজের বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে মাত্র ২.৫ পয়েন্টের দরকার ছিল যা তিনি ৪টি গেমের মধ্য থেকে তুলে নেন।৪২ বছর বয়সী আনন্দ প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হন ২০০০ সালে এরপর তিনি পরপর ২০০৭, ২০০৮, ২০১০ এ বিশ্বচ্যাম্পিয়ন হন। ২০০৭ সাল থেকে তিনি টানা বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রেখেছেন। জয় হো বিশ্বনাথন আনন্দ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।