আমাদের কথা খুঁজে নিন

   

কেন দিলে?

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। আমার উচ্ছাসে তোমার অস্বস্তি আমার প্রেমে তোমার অন্ধ ক্রোধ আমার স্তুতিতে তোমার অনীহা আমার অনুরাগে তোমার বিরাগ। আমার অবগাহনে তোমার বিরক্তি আরেকটু বেশী হ’লেই আনফ্রেন্ড করতে আমি তাহ’লে তোমার নতুন আপডেটগুলো পড়তে পেতাম না, দেখতে পেতামনা অতি বিরল তোমার নতুন ছবি ক’টি। গ্রীষ্মের প্রলম্বিত খরদাহ শেষে এক পশলা বৃষ্টির মতই তোমার ভাব করা ছোট্ট নামটিতে ডাকতে দেয়া। যে মূহুর্তে দিলে অসহ্য আনন্দে চিৎকার করে লাফ দিয়েছিলাম, চেয়ারটা উলটে গ্যাছিল নতুন প্রকল্পের দলনেতা ও দপ্তর সহকারী দৌড়ে এসেছিল তাদেরই সামনে করতল দিয়ে ছুঁয়েছিলাম কড়িবর্গা। কন্যাগো, এত্তো প্রিয় কেন তুমি? কেন দিলে ডাকতে ছোট্ট ঐ নামটিতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।