আমাদের কথা খুঁজে নিন

   

এসো না প্রিয়া... স্বপ্নলোকে

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে কত শত ঘণ্টা প্রহর অদেখা কেটেছে- তোমাকে পূজা দেবার সাত রং ফুল, আরাধনার কোমল নৈবেদ্য জমে আছে আজ তারায় তারায় গুঞ্জনের ছোঁয়া অপরূপা শশীর রূপা জোছনায়, এসো না প্রিয়া চুপিসারে, মৌ অভিসারে । অঝোর বরষা ধোয়া কষ্টনীল মুঠো হিম বাতাসে উড়ে যাবে ঝরাপাতার মত এসো না প্রিয়া- গোধূলি সাঁঝে, চাঁদের সাথে। নৃত্যরত ময়ূর পেখমের উষ্ণ অভ্যর্থনায় ক্যামেলিয়া গন্ধরাজের সুবাসিত উন্মাদনায় এসো না প্রিয়া- হৃদয় ঘাটের নোঙ্গর নিয়ে। ঘুমগ্ন মেঘের দেশে তুলো নাচের ধুন, এলো চুলে মেখো ঝিরিঝিরি ফাগুন হাওয়া এসো না প্রিয়া, সব ভুলকে ফুল করে প্রথম আলিঙ্গনের নিটোল গালিচায়। আজ বিষাদী ব্যস্ততাকে ছুটি দিয়েছি- অবিনাশী দুঃখ বেদনা যত রেখে এসেছি , খরতাপ কে বলেছি ছায়ামেঘ হয়ে যেতে বরিষণ ফোঁটা আলতো ছুয়ে যাবে তোমায়, দিগ্বিজয়ী মাতাল কানাকানি শেষে। এসো না প্রিয়া- মায়াবী স্বপ্নলোকে...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।