আমাদের কথা খুঁজে নিন

   

পরশ পাথর

যেই ভালবাসা উপেক্ষিত' তাই দাও, যেই ভালবাসা আকাক্ষিত' দুর হও! যেই ভালোবাসা ঘৃর্নিত' ডাকছি তাকে! যেই ভালোবাসা সম্মানিত পথ তাতে। ওরা বলে ভালবাসলে একতরফা, কোন সন্ধিই হয়নারে দফারফা। ব্যাক্তিত্বহীন অথর্ব কিনা ভালবাসে! সবাই মুখ বাঁকিয়ে, গা ঝাঁকিয়ে হাসে। কলংক লাগবেই ভালবাসলে ওহে, পরিশুদ্ধ হবি তুই কষ্ট পেতে পেতে। পরশ পাথর হয় রে' অনল দাহে, ফি বছর হয় কিরে ক্ষরা তোর ক্ষেতে? বন্যা হওয়ার' হবে, দেখ অতঃপর, পলি জমে তোর জমি হবেই উর্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।