আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রীয় পোশাকধারী নস্ট চরিত্রের এসব মাস্তানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে কে ?

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। এই মুহূর্তে নিজের অনুভূতিকে নিজেই ব্যাখ্যা করতে পারছি না। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ যেভাবে বেপরোয়া আচরণ করছে, তা দেখে বিবেকের তাড়নাবোধগুলোও থমকে গেছে। ভাবতে অবাক লাগছে একটা সভ্য গণতান্ত্রিক দেশে, নির্বাচিত সরকারের ছত্রছায়ায় বাস করছি আমরা ! আর আমাদের জানমালের নিরাপত্তার নামে আমরা অহরহ পুলিশি নির্যাতনের শিকার হচ্ছি, যেগুলোর সুষ্ঠু তদন্ত কিংবা বিচার মোটেই হচ্ছে না। আর এখান থেকেই বোধহয় পুলিশের বেপরোয়া আচরণ দিনকে দিন লাগাম ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ, গতকাল আদলত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে পুলিশ এক কিশোরীর উপর যে নির্যাতন চালিয়েছে, তা বর্বরতার সমস্ত উদাহরণকে ছাড়িয়ে গেছে। এর আগের দিনই সাংবাদিকরা তাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করার স্বরাষ্ট্রমন্ত্রী রাগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে গেছেন। কিন্তু এর শেষ কোথায় ? এভাবে কতদিন চলবে ? তার প্রতি আমাদের প্রশ্ন যে জমেই চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি পারবেন যেভাবে সেদিন অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন, সেভাবে নিজের ব্যর্থতার দায়ভার স্বীকার করে নিয়ে গদি ত্যাগ করতে ? নাকি উনি এভাবেই দেখেও না দেখার ভান করে তার পুলিশ বাহিনীকে প্রশ্রয় দিয়ে যাবেন কারণে-অকারণে নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়তে, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে ? হয়তো গত কালের আদালত প্রাঙ্গণের ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট তেমন কিছু মনে হবে না, মনে হবে আর দশটা সাধারণ ঘটনার মতই মামুলী। কিন্তু আমরা যে এই ঘটনা এখানেই শেষ করতে চাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ! আমাদের জিজ্ঞাসা আপনার প্রতি --দিনের পর দিন পুলিশের এমন বেপরোয়া আচরণের রাশ টেনে ধরার মতো কোন কৌশল কি আপনার জানা নেই ? --জনগণের জানমালের নিরাপত্তাকে পায়ে দলে নারী সমাজের ইজ্জত এভাবে ভূলুন্ঠিত করার পরও আপনার কি মনে হয়না এর দায়-দায়িত্ব আপনার ? --জনগণের ভোটে আপনি নির্বাচিত, জনগণের ট্যাক্সের টাকায় এই পুলিশ বাহিনী প্রতিপালিত।

অথচ সেই জনগণকে প্রতিপক্ষ ভেবে পুলিশ তাদের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। এর জবাবদিহিতা তো আপনাকেই করতে হবে মাননীয় মন্ত্রি ! আপনার কি মনে হয়না আপনি ক্ষমতার দম্ভে সেটাকে অস্বীকার করছেন ? --না কি জনসাধারণের ব্যাপারে কোন দায় আপনার উপর বর্তায় না ? যেমন আপনার প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশদের ব্যাপারে সতর্ক থাকে। --শুধু সংবাদ সংগ্রহ কেন, যে কোনে কাজে পুলিশদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে, এটা আর বলার অপেক্ষা রাখে না। --তাও না হয় মেনে নিলাম আমরা। কিন্তু রাষ্ট্রীয় পোশাকধারী পুলিশরা যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন নষ্ট চরিত্রের পুলিশ নামধারী এইসব মাস্তানদের হাত থেকে আমাদের রক্ষা করবে কে ? মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জবাবটা যে আপনাকেই দিতে হবে ? আপনি যেখানেই থাকুন না কেন, এই প্রশ্ন আপনার পিছু ছাড়বে না।

আপনার তো ভুলে গেলে চলবে না যে, ক্ষমতার গদিতে বসে এই প্রশ্নের উত্তর বেশীদিন এড়িয়ে চলা যাবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.