আমাদের কথা খুঁজে নিন

   

বৈধ-অবৈধ!!! জন্ম যদি হত তব ইউরোপে?

পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। মূল পেশাঃ যৌনপল্লীর দালালী প্রকাশ্যে পেশাঃ সাংঘাতিক। ব্ল্যাকমেইল কইরা মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা কামাইতে মেয়েটির বাড়িতে রব সাংঘাতিক গিয়েছিল। বার্থেলের দালালদের চেয়ে অধম সে। টাকা কামাইতে চাইলে নিজের প্যান্ট খুলে কামাইলেই হয়।

প্রয়োজনে বিদেশে রপ্তানী হলেই হয়। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ উপার্জন-আর নিজের জন্মদাতা পিতামাতার জৈবিক ক্রিয়াকে অবৈধ হিসেবে প্রমাণ করা একই কথা। একমাত্র যৌনপল্লীতে বেড়ে ওঠা শিশুর পক্ষেই এ কাজটি করা সম্ভব। ভুল মানুষই করে। করতেই পারে।

সাধারণ মানুষ মহামানব নয়। মহামানব খুব অল্পই জন্মায়। মানুষ ভুল করে আবার নিজেকে সে সংশোধিতও করে বাবার। আল্লাহ মানুষকে শেষদিন পর্যন্ত তওবা করার সুযোগ দিয়েছেন। মানুষ যদি কোন অপরাধ করে নিজের বিবেকের কাছে দংশিত হয়, অনুতপ্ত হয়।

তখন তাকে সহমর্মিতা জানানো উচিত। মেয়েটি যখন স্বাভাবিক হয়ে আসছিল ঠিক তখনই ওই সাংঘাতিক নরপশু দুইজন কিছু টু-পাইস কামাতে মেয়ের বাড়িতে যায়। আর এতেই অভিমানী বোন আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইউরোপে জন্ম হলে বোনটিকে হয়ত এভাবে চলে যেতে হত না। হায়! একই পৃথিবী কিন্তু ভিন্ন সমাজ ব্যবস্থা মানুষের ক্রিয়াকলাপকে বৈধতা-অবৈধতা কীভাবে করে দেয়।

ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ও সংবাদ চাই। সম্মুখে লেজওয়ালা পশুগুলোর মুখে থুথু ছিটাতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।