আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব থেকে ডাইরেক্ট লিঙ্ক সহ যে কোনো ডাউনলোড ম্যানেজারের সাহায্যে রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করুন। ( অনভিজ্ঞদের জন্য)

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। আমি হুজুগে মানুষ । হুজুগ জিনিসটা শুনেছি ভালো না। তবে হুজুগ মানুষকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারে। নিজেকে দিয়েই সেটা বেশ ভালো বুঝতে পারি।

চলুন তা হলে বলি কি হয়েছিল। ঋতুপর্ণ আমাদের ছেড়ে চলে গেলেন। গেলেন রাজার মতোই। ( আমিও এরকমই মরতে চাই)। ঋতুপর্ণের সিনেমা সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে না কোনোদিন।

হয়তো আমি বোদ্ধা নই। আমার কলিগ অমিত তো ঋতুপর্ণ বলতে পাগল। যাইহোক আমি ভাবলাম নেট থেকে ঋতুপর্ণের সব সিনেমাগুলোই ডাউনলোড করে ফেলি। ইউটিউবে দেখলাম অনেকগুলোই আছে। আমি এর আগে ইউটিউব থকে বহুবার IDM দিয়ে ডাউনলোড করেছি।

সুতরাং মহা আনন্দেই ডাউনলোডে তোড়জোর শুরু করলাম। কিন্তু গোড়াতেই বিপত্তি। IDM ইউটিউবের পেজে গেলে এমনিতেই ডাউনলোডের অপসন দেয়। কিন্তু অবাক হয়ে গেলাম ডাউনলোডের অপসন কিছুতেই দিচ্ছে না। কপিরাইট বিমুক্ত যে গুলো সেগুলো ডাউনলোডের অপসন দিচ্ছে কিন্তু যেগুলোতে কপিরাইট আছে সেগুলো দিচ্ছে না।

(আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই দেখে নেবেন। ) বুঝলাম গুগল মামা নীতিরক্ষায় বদ্ধ পরিকর। ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় বেশকিছু সাইট থেকে সেখানে ইউটিউবের সেই ভিডিও র লিঙ্ক পেস্ট করলে ওরা ডাউনলোডের নতুন লিঙ্ক দেয়। কিন্তু কপিরাইট সম্বলিত এই ভিডিও র ডাউনলোড পাওয়া গেল না। মাথা গেল গরম হয়ে।

নেটে আতিপাতি করে খোঁজা শুরু করলাম কিভাবে ডাউনলোড করা যায়। পেয়েও গেলাম সহজ একটা উপায়। দেখুন আপনাদের কাজে লাগে কিনা! প্রথম ধাপ এই কাজের জন্যে আপনার প্রয়োজন হবে তিনটে জিনিসের। ১। যে কোনো একটা ব্রাউজার।

( ফায়ারফক্স/অপেরা/গুগলক্রোম/ ইন্টারনেট এক্সপ্লোরার) ২। VLC মিডিয়া প্লেয়ার। ৩। যেকোনো একটা ডাউনলোড ম্যানেজার। কিভাবে করবেন প্রথমে ব্রাউজারথেকে ইউটিউবের যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেটা খুলুন।

ব্রাউজারের অ্যড্রেসবার থেকে ভিডিওটির লিঙ্ক কপি করুন। ২ য় ধাপ এবার VLC Player ওপেন করুন। এবার Media>Open media strem খুলুন। (অথবা Ctrl+N)চাপুন। এখানে দেখুন Please enter a network Url লেখার নিচে একটা ব্লাঙ্ক বক্স আছে।

এখানে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করুন। নিচে দেখুন Play অপসন আছে। ওখানে ক্লিক করুন। ভিডিওটি প্লে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্লে হওয়া শুরু হলেই।

Tools>Media information এ যান। ( বা একবার Ctrl+I চিপতে পারেন। ) এখন যে উইন্ডোটি খুলেছে তার নিচের দিকে তাকান। । Location এর পাশেই দেখুন একটি লিঙ্ক এসেছে।

এটাকে কপি করুন। তৃতীয় ধাপ আপনার ডাউনলোড ম্যানেজারে পেস্ট করুন। এবং ডাউনলোড করতে দিন । ডাউনলোড শুরু হবে। আমি IDM দিয়ে ডাউনলোড করেছি।

এক্ষেত্রে আপনাকে IDM ওপেন করে Task>Add new Download -এ ক্লিক করুন নতুন যে উইন্ডো আসবে সেখানে Address এর পাশের বক্সে ভিডিওটির কপি করা লিঙ্ক টি পেস্ট করে Ok করুন। ডাউনলোড হওয়া শুরু হবে। এটা দেখুন Resume সাপোর্টেড। সুতরাং Happy Downloading. সকলে ভালো থাকবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.