আমাদের কথা খুঁজে নিন

   

শোন, ও রুপসী ললনা ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । বলছি তোমায়, শোন ও রুপসী ললনা ; জানা নেই সময় তোমার হবে কি না ! রাস্তা ধরে হেঁটে যাও যখন হৃদয়ে ঢেউ তোলে হাওয়ার দোলন ভীষন লাগে তোমার এলোচুলে ; ও পথ ধরে হেঁটে যাওয়া কাঁপন তুলে হৃদয়ে সাহসের অভাবে তোমায় দেখি চোরা চোখে চেয়ে । গোবেচারা ভাব ফুটে নয়নে-বদনে ; এ কি গো যন্ত্রনা ! বলছি তোমায়, শোন ও রুপসী ললনা । ভয়-লজ্জার যুগল যন্ত্রনায়, হায় ! আঁখি ভরে তৃষা পুরে দেখা হয়নি তোমায় ; চরনযুগলে নয়ন ছিল স্যান্ডেলের ফাঁক গলে কামিজ-ওড়নার হালকা দেখা পেয়েছে চক্ষু-চপলে ।

হার্টবিটের দ্রুত কম্পন, বুঝ কিনা জানি না ! বলছি তোমায়, শোন ও রুপসী ললনা । তোমার একটুখানি ফিরে চাওয়া নিতান্ত অবহেলে ঠোঁটের কোনে বাঁকা হাসি দৈবাৎ খেলে গেলে স্বপ্নের আনাগোনায় এপাশ-ওপাশে রাত ভোর হয় চোরা চাওয়ার মাঝে, বেখেয়ালী কাজে উতলা-সময় । ফেলে আসা গোবেচারাদের মনে পড়ে কি না, জানি না ! বলছি তোমায়, শোন ও রুপসী ললনা । ধরিত্রীর যত রুপ-রস-প্রান, উজার করে দিয়েছে তোমায় ; অমৃত-সুধা পিয়ে তুমি আজ তুলনাহীনা উপমায় । স্রষ্টার দানে, বসুধার নিবেদনে অপরুপ সাজে তুমি চোখ ধাঁধানো সজ্জায়, আপনারে হারায় ; তোমার দর্শনকামী ।

পাছে নির্লজ্জ-বেহায়া বল, তাই তোমার পানে চাইতে পারি না ! বলছি তোমায় শোন ও রুপসী ললনা । তোমাতে মজেছি আকন্ঠ, শিল্পীত সত্ত্বার পরিচয়ে তোমার চক্ষু-কর্ণ-নাসিকায়, পুরো দেহতে হারায় ; নান্দনিকতার খোঁজ পেয়ে । ওগো রুপসী, রুপ-সুধা পানে ডুবেছি তোমাতে, নিমজ্জিত মম-প্রান ; পথে-প্রান্তরে যেথা-হেথা ফেলে, রুপ-রস অবহেলে ; করো না শিল্পের অপমান । লাজুক-বর্ণচোরা-গোবেচারাদের মনের কথা পড়তে পার কি না, জানি না ! বলছি তোমায়, শোন ও রুপসী ললনা । ______________#######_________________ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।