আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার একটা দাওয়াত আছে

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। আজ সন্ধ্যাটাই অদ্ভুত রকমের মায়াবী খানিক আগে এক পশলা শীতল বৃষ্টি পৃথিবী ধুয়ে দিয়ে গেছে যে কেউ মুগ্ধ হবে আকাশের রঙে, শীতল বাতাসের ছোঁয়ায়, আমি যতটা না মুগ্ধ তার চেয়ে বেশী হতাশ; কারন......... আজ আবার আমার একটা দাওয়াত আছে দুষ্ট বৃষ্টি আমার শার্টটা ভিজিয়ে দিয়েছে আমার হাতে চকচকে কাগজে প্যাচানো কিছু উপহার উপহার খুবই সস্তা, কিন্তু কাগজের চাকচিক্যে তা বোঝা দায় বেশ খিদে লেগেছে, লাগাটাই স্বাভাবিক কাল রাত থেকে কিছুই খাইনি ভেবেছি এক সাথে জমকালো অনুষ্ঠানের রাজভোগ খাবো আপনাদের আগেই বলেছি, আজ আমার একটা দাওয়াত আছে । বাহ চারপাশ দারুণ ঝলমল করছে একেই বুঝি বলে আভিজাত্য, চমৎকার ...... দেঁতো হাসি দিয়ে জমা দিলাম হাতের উপহারখানা আহা! বর ছেলেটা দেখি দারুন হ্যান্ডসাম একি! বধুর সাজে তুমি কেন? ওহহো ভুলেই গিয়েছিলাম দাওয়াত তো তুমিই দিয়েছিলে নাহ! এখন আর বর ছেলেটাকে হ্যান্ডসাম লাগছে না তাকে লাগছে আমার উপহারের মত... বাইরে চকচকে ভিতরে সস্তা বলুন এসব নিয়ে আমার মাথা ঘামিয়ে কি লাভ? আমি হচ্ছি গেস্ট আপনাদের আগেই বলেছি, আজ আমার একটা দাওয়াত আছে । ভিডিওম্যান এখন আমার টেবিলে, সে মানুষের খাদ্যের প্রতি আবেগের বিষয়টি ফ্রেমে বন্দি করছে, খাওয়াটা বেশ ভালো হয়েছে, তাও গলা দিয়ে নামছে না। ক্যামেরা এখন আমার দিকে, আমি মুরগীর রান নিয়ে এমন একটা ভাব ধরলাম- যে এই রানের আকর্ষণেই আমি এসেছি। সময় বেশী নেই হাতে যে ভাবেই হোক, আজ রাতের ট্রেনটা মিস করা যাবে না; আজ আমার মনে অনেক সাহস, কারণ??? আপনাদের আগেই বলেছি, আজ আমার একটা দাওয়াত আছে । © হতভাগ্য কবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।