আমাদের কথা খুঁজে নিন

   

বলছিলাম মিথ্যাচার, কুৎসা রটনা ও গীবতের কথা।

আগে থেকেই ছিল, তবে তা ছিল শুধু রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ। বলছিলাম মিথ্যাচার, কুৎসা রটনা ও গীবতের কথা। ফেব্রুয়ারীর ৫ তারিখের পর থেকে তা ছড়িয়ে গেছে সমাজের সকল শ্রেনীর মানুষের মধ্যে। ব্লগার, আবৃত্তিকার, ছড়াকার, নাট্যকার, সুরকার থেকে শুরু করে মাওলানা, পুরোহিত, নাস্তিক, আস্তিক, ছাত্র, ছিনতাইকারী, সাংবাদিক, লুটেরা, কালো বিড়াল, দেশপ্রেমিক সকলেই যার যার হীন স্বার্থে প্রচন্ড মিথ্যাচার, বুলসিট প্রপাগান্ডা করেই চলেছেন। বোঝাই মুশকিল, কে আসল, কে নকল! কে সঠিক, কে বেঠিক। তবে একথা ঠিক যে, একজন বাংগালী আর একজন বাংগালির বিরুদ্ধে, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে, একজন হিন্দু আর আর একজন হিন্দুর বিরুদ্ধে যেভাবে কুৎসা রটাচ্ছেন, ভূল তথ্য দিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে সমাজকে, দেশকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। এমনকি পবিত্র কোরান হাদিসকেও কোট করছেন নিজের বা দলের হীনস্বার্থে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যা চিন্তা করলেও গলা উগরিয়ে বমি চলে আসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.