আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে বাংলাদেশি দের মৃত্যু - এক অশনি সংকেত

৩ বছরে ৮ হাজার প্রবাসীর লাশ::::::: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২০০৩ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত নয় বছরে বৈধ-অবৈধ মিলিয়ে ১৫ হাজার ৭৫২ জন প্রবাসীর লাশ এসেছে। গত তিন বছরে এই সংখ্যা আট হাজার ১৩২। শুধু মে মাসের প্রথম ৮ দিনেই এসেছে ৬৪ জনের লাশ, যার মধ্যে ৩২ জন নারী শ্রমিক। অর্থাৎ গড়ে প্রতিদিন ৮ জন করে শ্রমিকের লাশ এসেছে। এই ৯০৪ জন শ্রমিকের মধ্যে ৩৯১ জন মৃত্যুবরণ করেছে হৃদরোগে (কার্ডিয়াক এ্যরেস্ট), কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের, ৬২ জন সড়ক দুর্ঘটনায়, বিভিন্ন ধরনের অসুস্থতায় মারা গেছে ১১৫ জন।

বিএমইটির পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী বলেন, ‘একজন মানুষ জমিজমা বিক্রি করে সর্বস্ব খুইয়ে বিদেশে যান। এরপর ওই মানুষ লাশ হয়ে ফিরে এলে পরিবারটি চরম দুরবস্থায় পড়ে। কিন্তু বাস্তবতা হলো, এমন কোনো দিন নেই, যেদিন বিমানবন্দরে আট থেকে ১০টি লাশ না আসে। মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪০। এমন সম্ভাবনাময় মানুষগুলোর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

’ সৌদি আরব থেকে আসছে সবচেয়ে বেশি,সৌদি আরবের পর বাংলাদেশি শ্রমিকেরা সবচেয়ে বেশি মারা যাচ্ছেন মালয়েশিয়ায়.মালয়েশিয়ার কারাগারে ও পুলিশী হেফাজতে গত ৬ বছরে মারা গেছে ১ হাজার ৩শ’ প্রবাসী শ্রমিক যার একটা বড় অংশ বাংলাদেশি। কেন এত মানুষ হূদেরাগে মারা যাচ্ছেন—জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, বিদেশে বাংলাদেশি শ্রমিকেরা যে পরিবেশে কাজ করেন এবং যে পরিবেশে থাকেন, তা মোটেও মানবিক নয়। শারীরিক চাপের সঙ্গে প্রবাসীদের কাছে বাড়তি চাপ—খরচের টাকা তোলা কিংবা দেশে টাকা পাঠানো। এসব চাপের মুখে অসুস্থ হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। তবে এমন মৃত্যু দুঃখজনক।

-----সংগৃ হিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।