আমাদের কথা খুঁজে নিন

   

আহা একি শুনিলাম!!! আইপিএলে বসে থেকেও হতাশ নন তামিম

আইপিএলে নিজের প্রথম আসরের পুরোটা সময় পুনে ওয়ারিয়র্সের বেঞ্চেই কাটাতে হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। না খেললেও প্রায় দেড় মাস পুনে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করে এসেছেন বলে জানান তিনি। মিরপুুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তামিম বলেন, “পুনে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো সমস্যা হয় নি। ব্যক্তিগত কারণেই তাদের কাছ থেকে ছুটি নিয়ে দুই ম্যাচ আগে দেশে এসেছিলাম। ” “ঢাকায় পুনের মালিক সুব্রত রায়ের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেছেন, ভবিষ্যতে এ বারের মতো পরিস্থিতি হবে না। পরের আসরের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি,” যোগ করেন তামিম। ঢাকায় আসা নিয়ে শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু হয় নি বলে জানান তামিম। তিনি বলেন, “আমার মনে হয় না শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু ঘটেছে। তেমন কিছু হলে এতোদিনে সংবাদমাধ্যমে তা চলে আসতো।

আমি জানি না, কেন আমাকে ঘিরে এমন সব বিতর্কের জš§ হয়। এসব নিয়ে আমি খুব হতাশ। ” “চার বছরের অপেক্ষা শেষে আইপিএলে ডাক পেয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। টিম কম্বিনেশনের কারণে হয়তো খেলতে পারিনি। অন্তত ছয়-সাত ম্যাচে আগে থেকেই বলা হয়েছে, কাল তুমি খেলবে।

কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা আর হয়নি,” যোগ করেন তিনি। ষোল ম্যাচের একটাতে না খেলা অনেক, অনেক কষ্টের ছিল তামিমের জন্য। তিনি বলেন, “খুব ভালো ফর্ম নিয়ে সেখানে গিয়েছিলাম। আশা করেছিলাম, শুরু থেকেই খেলার সুযোগ পাবো। তবে সবার চেয়ে আগে দল, কোনো ম্যাচ না খেললেও পুনে আমার দল।

সময়টা সেখানে উপভোগই করেছি। দলের স্বার্থেই সব করতে হয়। ” “১২ জনের দলে থেকেও উইকেটের কারণে শেষ মুহূর্তে বাদ পড়ে যাওয়া খুব হতাশার। সে সময় খুব খারাপ লেগেছে। তবে এ জন্য আমি ভেঙে পড়ছি না, আমার বয়স এখন ২৩-২৪, সামনে এখনো সাত-আট বছর সময় রয়েছে,” যোগ করেন তিনি।

তামিমকে না খেলানোয় সমালোচনার মুখে পড়া পুনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীতে মুগ্ধ তামিম। কথা বলেছেন আইপিএল-বিপিএল প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, “আইপিএল অনেক সুসংগঠিত। সেখানে শহরভিত্তিক সমর্থন খুব বেশি। বিপিএলে আমরা যখন আমরা নিজেদের শহরের ভেন্যুতে খেলবো তখন হয়তো এটা দেখা যাবে।

” অনেক দিন ম্যাচ না খেলেও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তামিম। তিনি বলেন, “সামনে জিম্বাবুয়ে সফর রয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবো। এছাড়া আয়ারল্যান্ড সফরেরও সম্ভাবনা রয়েছে। আমার মনে প্রস্তুতিটা ভালোই হবে।

” সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।