আমাদের কথা খুঁজে নিন

   

২০১০/৮ সালের রেকর্ড ভেঙ্গে গেল !!!!

Help Desk https://www.facebook.com/earningschool24 ২০১১ এর শেষর দিকে, যখন EUR/USD ১.৪০ এর নিচে চলে আসছিল তখন ভাবছিলাম অনেক নিচে নেমেছে আর হয়ত নামবে না এইবার মনে হয় আপ ট্রেন্ড শুরু হবে। তখন ডেইলি এফ,এক্সে ফান্ডামেন্টাল নিউজে এক বৃটিশ ফরেক্স এনালাইটিক্স এর এটা লেখা পড়ছিলাম। সেখানে বলা হয়েছিল ২০১২ এর মাঝামাঝি সময় EUR/USD ১.১৫ এ যেতে পারে আমি ভাবলাম লোকটা পাগল টাগল হইছে বুঝি । ওই লেখার খুব একটা পাত্তা দেই নি। কিন্তু যতই দিন যেতে থাকে ইউরো আর আপ ট্রেন্ড হতে পারে না, ঘুরে ফিরে ভয়ানক সব ডাউন ট্রেন্ড ।

পরবর্তীতে বিভিন্ন ব্লগ,ফোরাম, পত্রিকা, টিভি নিউজে ইউরোপের কয়েকটি দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার বিবরণ বের হতে থাকে। এবং আরও শুনা যায় যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা এতটা নাজুক অবস্থায় কখনো পড়েনি। তো ভাল কথা ( ডলারে জন্য ভাল ) ভাবলাম EUR/USD নিচে নামলেই আর কত নামবে? ১.৩০ এর নিচে আর নামবে না কিন্তু বিধিবাম কোন ভাবাভাবির টাইম না দিয়ে EUR/USD অল্প কিছুদিনের ব্যবধানে একটানে ১.২৬২৪ এ নেমে গেল আমার তখন সেই বৃটিশ গবেষকের কথা মনে পড়ে গেল, ভাবলাম কি গবেষক রে বাব্বাহ ব্যাটায় আসলেই একখান জিনিয়াস । তা না হলে এত লম্বা ভবিষ্যত বাণী কিভাবে করে!!!!! পড়ে অবশ্য আমি তার লেখা অনেক খুঁজেছি, কিন্তু কিভাবে পাবো আমি যে তার নামই ভুলে গেছি তবে তার লেখা না পেলেও সব জয়গায় প্রায় একই ধরণের নিউজ দেখেছি যে, ইউরোপের আজ এদেশের সমস্যা তো কাল আরেক দেশের সমস্যা । ইউরোপিয় ইউনিয়নের নেতারা ইউরোপের অর্থনৈতিক অবস্থা চাঙা করার জন্য ঘন ঘন বৈঠক করতে লগলেন।

কেউ কেউ ইউরো বাদ দিয়ে নিজ নিজ দেশর একক মুদ্রা চালু করার পক্ষে মত দিলেন। ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক এবং অর্থনৈতি সমস্যা ছিল গ্রিসের। সব ফরেক্স ট্রেডাররাই তা জানেন। EUR/USD যখন ১.২৬২৪ থেকে ঘুরে আপ ট্রেন্ড হতে শুরু করল তখন আমাদের কিছু বাংলা ফরেক্স গবেষক আশাবাদ ব্যাক্ত করলেন যে অতি শিঘ্রই EUR/USD ২.০০ তে হিট করবে (যা সম্পুর্ণ ইমোশনাল কথা বর্তা যার কোন যৌক্তিক কারন নেই এবং যা কখনো হয় নি। ) আমরা গত ছয় মাসে কি দেখলাম? EUR/USD ১.২৬২৪ থেকে ঘুরে ১.৩৫ এর কিছুটা উপর পর্যন্ত যেতে পরেছে মাত্র এবং কখনোই স্ট্রং আপ ট্রেন্ড হতে পারে নি।

ঘুরে ফিরে আবার সেই ডাউন, এভাবে ডাউন হতে হতে সর্বশেষ সাপোর্ট লেভেল ১.২৬২৪ ভেঙ্গে দিয়ে ( অনেকের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে ) বর্তমানে ১.২৫১৭ তে অবস্থান করছে. যা আগস্ট ২০১০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে. ইউরোর এই ধ্বসের জন্য ( সম্ভবত আরো ভয়াবহ ধ্বস সামনে ) অনেকের একাউন্ট ব্লো ০০০ হয়ে গেছে বা যাবার পথে ফোরামে, ফেসবুকে গো ডলার গো,, পরাজয় মেনে নিতে চাই না, I'll die ইত্যাদি স্ট্যাটাস দেখা যাচ্ছে। ইউরোর এহেন ধ্বসের কারনে যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের প্রতি রইল সমবেদনা। আশা করি আপনাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে অনেক অনেক প্রফিট করতে পারবেন। ( যদিও কাজটি মোটেও সহজ না ) দেখা যাচ্ছে আজকের এই অবস্থার জন্য যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের ৯৯.৯% ট্রেডারই শুধু মাত্র টেকনিক্যাল নির্ভর ট্রেড করতেন। ফান্ডামেন্টাল এনালাইসিস তারা মানতেন না।

-------------------------------------------------------------- এখন আমার কথা হচ্ছে ফরেক্সে তো সবাই শুধু অনেক লাভের কথাই বলে থাকে. কিন্তু ফরেক্স যে অনেক বড় বড় টাকার কুমির, শিল্প পতিকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে এরকম নজির ভুরি ভুরি রয়েছে, সেই গল্পগুলোও আমাদের জানতে হবে। তথ্যের ভান্ডারে কোন কমতি থাকলে চলবে না সব ধরেনের তথ্যই থাকতে হবে। আর শুধু মাত্র টেকনিক্যাল বা সফ্টওয়ার নির্ভর ট্রেড করলে চলবে.? হ্যাঁ চলবে, তবে তা শুধু মাত্র সল্প মময়ের ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু দীর্ঘ মেয়াদী বা ম্যারাথন ট্রেড চালু করতে হলে সবার আগে ফান্ডামেন্টাল নিউজকে গরুত্ব দিতে হবে। দীর্ঘ মেয়াদী ট্রেডের জন্য ফান্ডামেন্টাল এনালাইসিসের বিকল্প কিছু হতে পারে না।

তা না হলে ওই বৃটিশ গবেষক ৬ মাস আগেই ইউরোর এই ধ্বসের কথা বলতে পারতেন না। আর ইউরো অঞ্চলের কিছু দেশে যে সত্যিই চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট বিরাজ করছে নিচের ভিডিওটি তার জ্বলন্ত প্রমান দেখুন ইউক্রেনের পার্লামেন্টের সদস্যদের মধ্যে কেমন কিল, ঘুষি প্র্যাকটিস চলছে যা কিনা স্বয়ং বাংলাদেশেও কোনদিন হয় নি কয়েকজন ট্রেডারের খবর আমি জানি তাদের EUR/USD ১.৪২ থেকেও বাই করা আছে ( মানে ট্রেড থেকে ঠিক সময়ে বের হতে পরেন নি অথবা ওটাই তার ট্রেডিং সিস্টেম ) এখন ওই বৃটিশ গবেষকের কথা অনুযায়ী যদি সত্যিই EUR/USD আরো নামতেই থাকে তা হলে তাদের একাউন্টের কি দশা হবে.? না পারবে ছেড়ে দিতে, আর ধরে রাখলেও শুধু লস আর লস. কি হয় আল্লহ মাবুদই জানেন. ইউরো এখনো পুরোপুরি ডাউন ট্রন্ডেই আছে শুভ কামনায় বিদায়। বুলবুল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।