আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলে পড়ো? সরকারী না বেসরকারী........

বেসোরকারী মেডিকেলে পরো? ও.... একটু কেমন যেনো হয়ে গেলো মনে হয়। সরকারি হলে ভাল হতো। অন্তত মেধাবী তাতে তো কনো সন্দেহ নাই। কিন্তু ধারনাটা কী আসলেই সঠিক? একজন সরকেরী মেডিকেলের স্টুডেন্ট হিসেবে আমার খুব কাছ থেকে দেখা কিছু ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আসি ভর্তি পরিক্ষা নিয়ে মেডিকেল ভর্তি পরিক্ষায় থাকে বিভিন্ন কোঠা-উপজাতী,মুক্তিযোদ্ধা কোঠা।

এসব আসনে অপেক্ষাকৃত কম মেধাবী স্টুডেন্ট ভর্তি হয়। এছাড়া আছে বিদেশি কোঠা এতে চলে লবিং আর টাকার খেলা আর প্রশ্ন পত্র ফাস তো আছেই। ২০০৬ সালের মেডিকেল ভর্তি পরিক্ষার প্রশ্ন পত্র ফাস তো কারো কাছেই অজানা নয়। যেভাবেই হোক মেডিকেলে ভর্তি তো হয়েছো এবার তো বাছাধন তোমাকে পরাশুনা করেই ডাক্তার হতে হবে। এটা হলো আরেকটি ভুল ধারোনা।

মামুর জোরে যেমোন চাকরি পাওয়া যায় তেমনি মেডিকেলের পেশাগত পরিক্ষাও পাশ করা যায়। ভাইবার টেবিলে মামু ডাক্তারে দিয়া ফোন করালেই পরিক্ষা পাশ। হয়তো তার পাশের ছেলেটা ভাল পরিক্ষা দিয়েও ফেল করে যেতে পারে শুধু তার ডাক্তার মামু নাই বলে। কিন্তু যাদের ডাক্তার মামু নাই তাদের না পরে পাশ করার উপায় কী? এজন্য আছে রাজনীতি। রাজনীতি করো কিছু অসৎ শিক্ষকদের হাত শক্ত করো পরিক্ষা পাশ নিয়ে কোনো টেনশান নাই।

আমি এমনও স্টুডেন্ট দেখেছি যে ছেলে ক্লাশ না করে,ওয়ার্ডে না গিয়ে পরিক্ষা পাশ করেছে সে আজ ডাক্তার শুধু রাজনীতির জোরে। TO BE continued................. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.