আমাদের কথা খুঁজে নিন

   

কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মাণ দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী

ফ্রি.....ড.....ম!!!!! জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর মাজার নজরুল কর্ণার বইমেলা নজরুলের মাজার শ্রদ্ধাঞ্জলি ঘুমিয়ে আছে ...আমার গানের বুলবুলি চৈতী হাওয়া ১৩৩২ বৈশাখ: কল্লোল হারিয়ে গেছ অন্ধকারে -পাইনি খুঁজে' আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার! আজকে তোমার জন্মদিন- স্মরণ -বেলায় নিদ্রাহীন হাতরে ফিরি হারিয়ে-যাওয়ার অকুল অন্ধকার! এই-সে হেথাই হারিয়ে গেছ কুড়িয়ে পাওয়া হার! শূণ্য ছিলো নিতল দীঘির শীত কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যাথার নীলোৎপল? আধাঁর দীঘির রাঙলে মুখ, নিটোল ঢেউয়ের ভাঙলে বুক,- কোন পুজারী নিল ছিড়েঁ'? ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ -তল? বইছে আবার চৈতী হাওয়া, গুমরে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া-মউ মৌমাছিদের কৃষ্ঞা বউ পান ক'রে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল-বন! ফুল-সৌখিন দখিন-হাওয়ায় কানন উচাটন! ....................................................................... ....................................................................... ...................................................................... ....................................................................... ...................................................................... ...................................................................... ..................................................................... ..................................................................... কোথায় তুমি কোথায় আমি চৈতে দখো সেই, কেঁদে ফিরে যায় যে চৈত -তোমার দেখা নেই! কন্ঠে কাদেঁ একটি স্বর- কোথায় তুমি বাধলে ঘর? তেমনি ক'রে জাগছ কি রাত আমার আশাতেই? কুড়িয়ে-পাওয়া বেলায় খুজিঁ হারিয়ে -যাওয়া খেই। ................................................................................. আমি চিরতরে দূরে চলে যাবো, তবুও আমারে দেবনা ভুলিতে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।