আমাদের কথা খুঁজে নিন

   

রমজান আসছে! এখনি প্রস্তুতি নেওয়ার সময়!! (সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী)

আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা জুমার খুৎবা আলোচক: প্রিন্সিপাল সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী স্থান: উত্তরা কেন্দ্রিয় জামে মসজিদ তারিখ: ২৫ মে ২০১২ সম্মানিত পাঠক, সকলেই জানেন যে আপনদের প্রিয় খতীব সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী সাহেব দীর্ঘ ১ মসেরও বেশি সময় দেশের বাহিরে তথা সৌদি আরব এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইলামের দাওয়াতের কাজে ব্যস্ততার মাঝে ছিলেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে শায়খ গতকাল সকালে বাংলাদেশে আগমন করেছেন। এসেই তিনি তার ক্লান্তি ও শত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য উপহার দিয়েছেন জুমার খুৎবা। প্রিয় পাঠক দেখতে দেখতে প্রায় একটি বছর পার হয়ে আবারও আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে বরকতময় মাস ‘রমাদান’। বর্তমানে রজব মাস যে মাসে ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ স: এর মেরাজ।

সামনে আর মাত্র একটি মাস তথা শা‘বান মাসের পরেই রমাদান। রমাদান যে আসছে আমাদের কি কোন খবর আছে? আমরা কত বার আল্লাহর নিকট দোয়া করেছি যে, হে আল্লাহ আমাদেরকে রজব ও শা‘বান মাসে বরকতময় করুন আর রমাদান পর্যন্ত আমাদের পৌছিয়ে দিন। শায়খ তার জুমার খুৎবার মাধ্যমে আমাদেরকে রমাদানের স্বরণ করিয়ে দিতে চান। এছাড়াও তিনি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন মেরাজ সম্পর্কে। আর আগামী জুমায় মেরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ।

তো আসুন আর কথা না বাড়িয়ে আলোচনাটি শুনে নেই। http://alokitojibon.com/?p=1532  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।