আমাদের কথা খুঁজে নিন

   

সহজ সরল ভাবনার জালে সাহারা ইন্ডিয়া পরিবার

আমরা জানি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে (চিকনে মুখস্ত সংজ্ঞা ঝেড়ে দিলাম)। এখন এই বল শুধু উত্তর-দক্ষিণে ক্রিয়া না করে পূর্ব-পশ্চিমে ও ক্রিয়া করলে সামগ্রিক ভাবে বর্তমান ঢাকার উপর চাপ কমে আসে। আমি আশাবাদী মানুষ। মরুভূমি আর স্বরাষ্ট্রমন্ত্রী কে টেনে কোন প্রতিষ্ঠিত কোম্পানিকে নিয়ে হাস্যরস করার মতো রসিক আমি না। তার জন্য সুশীল, প্রতিক্রিয়াশীল সহ নানান পন্থী গোপাল ভাঁড় রয়েছে।

আমার কাছে ভারতীয় কোম্পানি যা উগান্ডার কোম্পানি ও তা। একটা গ্রুপ আসছে বাংলাদেশে বিনিয়োগ করতে। আমাদের দেখা উচিত তাদের কাছ থেকে আমরা কতটুকু লাভবান হব- কোম্পানি কোন দেশের এটা কখনই আমার ছোট মাথায় বিবেচ্য না। আমার কথা হল আবাসন প্রকল্প যদি ধনীদের জন্য ও হয় তাতেও আমাদের মূল ঢাকা থেকে চাপ কমবে। কিছু ধনীর বাসস্থানের বিকেন্দ্রীকরণ ঘটবে।

সে সাথে কত কত মানুষের কর্মসংস্থান হবে প্রকল্প চলাকালীন। যদি শিক্ষা খাতে চিন্তা করি, আগামীতে 'সাহারা ইউনিভার্সিটি অব বাংলাদেশ' দেখলে আমি অবাক হব না। উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা দিয়ে হতে পারে গলা কাটা খরচ নেবে শিক্ষার্থীদের কাছ থেকে। এতে চিন্তার কিছু নেই। কারণ এমনিতেই এখন দেশীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো নেয়।

যারা পড়ার তারা ঠিকই পড়বে। মাঝের থেকে কাজের কাজ হবে যদি এক হাজার ছাত্র ও ভর্তি হয় তাহলে আমাদের পাবলিক ভার্সিটি গুলোতে এক হাজার ছাত্রের চাপ কমবে- সুযোগ পাবে এক হাজার মেধাবী ছাত্র। চিকিৎসা খাতে ও একই কথা। এপোলো-স্কয়ার এর মতো ধনী শ্রেণীর হাসপাতাল গুলো পাবে নতুন প্রতিযোগী। তথ্য-প্রযুক্তি আর পর্যটনের কথা নাই বললাম।

সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক পর্যায়ে ও নাম আছে সাহারা ইন্ডিয়া পরিবারের। এর দেখাদেখি অনেক আন্তর্জাতিক কোম্পানি ও বিনিয়োগে আগ্রহী হতে পারে এদেশে। আর তা দেশের জন্যই মঙ্গলজনক। শেষ কথা, সাহারা ইন্ডিয়া র বাংলাদেশে কোম্পানির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবেগের ছড়াছড়ি লক্ষণীয়। মনে রাখতে হবে, আবেগ যেখানে অতিরিক্ত সেখানে ভণ্ডামির সুযোগ বেশি।

সাহারা গ্রুপ দেখবে তাদের ব্যবসা আমরা দেখব আমাদের স্বার্থ- নীতিনির্ধারকদের কাছে দেশের জনগণ হিসেবে এতটুকুই আমাদের প্রত্যাশা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।